আব্দুল মান্নান আকন্দ

বাংলাদেশী উদ্ভিদ রোগতত্ত্ববিদ ও শিক্ষাবিদ

আব্দুল মান্নান আকন্দ একজন বাংলাদেশী উদ্ভিদ রোগতত্ত্ববিদ ও শিক্ষাবিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাবেক উপাচার্য ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন। এছাড়া তিনি ইউজিসি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।[১]

অধ্যাপক ড.
আব্দুল মান্নান আকন্দ
উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১১ মার্চ ২০০৯ – ১০ মার্চ ২০১৩
পূর্বসূরীলুৎফর রহমান খান
উত্তরসূরীমো. মাহবুবর রহমান
উপাচার্য
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কাজের মেয়াদ
২২ জুলাই ২০১৩ – ৩১ জুলাই ২০১৬
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাকৃষিবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

কর্মজীবন সম্পাদনা

আব্দুল মান্নান আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা ও গবেষণায় নিযুক্ত ছিলেন। এর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও নিয়োগ কমিটির সদস্য, প্রক্টর, ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খণ্ডকালীন সদস্য ছিলেন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য ছিলেন। এছাড়া তিনি ইউজিসি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।[২][৩]

প্রকাশনা সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৪]

সদস্যপদ সম্পাদনা

তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউজিসির প্রফেসরশিপ পেলেন ড. আব্দুল মান্নান আকন্দ"দৈনিক জনকণ্ঠ। ২২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Prof. Dr. Md. Abdul Mannan Akanda - Profile" [অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ - জীবন বৃত্তান্ত]। বশেমুরকৃবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ বশেমুরকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত"যুগান্তর। ৪ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Prof. Dr. Md. Abdul Mannan Akanda - Publication" [অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ - প্রকাশনা]। বশেমুরকৃবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "Prof. Dr. Md. Abdul Mannan Akanda - Other Activities" [অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ - অন্যান্য কার্যাবলি]। বশেমুরকৃবি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২