আব্দুল বাসিত একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ঘরোয়া ক্রিকেটে কেরালার হয়ে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। তিনি একজন অলরাউন্ডার যিনি ডানহাতি ব্যাট করেন এবং অফ স্পিন বোলিং করেন।[১]

আব্দুল বাসিত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপাপ্পানাইল আব্দুল বাসিত
জন্ম (1998-10-09) ৯ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫)
এরণাকুলম, কেরল, ভারত
ব্যাটিংয়ের ধরনRight-handed
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০২২–বর্তমানকেরালা
২০২৩-বর্তমানরাজস্থান রয়্যালস
উৎস: Cricinfo, ১২ এপ্রিল ২০২৩

কর্মজীবন সম্পাদনা

১১ অক্টোবর, ২০২২-এ কেরালার হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে তার পেশাদার এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়।[২] ১২ নভেম্বর, ২০২২-এ হরিয়ানার বিরুদ্ধে কেরালার হয়ে তার লিস্ট এ অভিষেক হয়।[৩]

২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য রাজস্থান রয়্যালস তাকে ২০ লাখ রুপিতে কিনে নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Abdul Basith"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩ 
  2. "Abdul Basith makes his professional, and T20 debut"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩ 
  3. "Abdul Basith makes his List A debut"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

ইএসপিএনক্রিকইনফোতে আব্দুল বাসিত (ইংরেজি)