আবদুর রহমান বয়াতী
আব্দুর রহমান বয়াতী (জন্ম: ১৯৩৯ - মৃত্যু: ১৯ আগস্ট, ২০১৩) ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী।[১] তিনি একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক৷ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদক লাভ করেছেন। [২]
আবদুর রহমান বয়াতী | |
---|---|
জন্ম | ১৯৩৯ |
মৃত্যু | ১৯ আগস্ট, ২০১৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
পরিচিতির কারণ | লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক |
পুরস্কার | একুশে পদক (২০১৫) |
জন্ম
সম্পাদনা১৯৩৯ সালে ব্রিটিশ ভারতের ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন আবদুর রহমান বয়াতী।[১]
সঙ্গীত জীবন
সম্পাদনাতিনি ১৯৮২ সালে ‘আবদুর রহমান বয়াতি’ নামে বাউল দল গড়ে তোলেন। তিনি দোতারা, হারমোনিয়াম, খঞ্জনি ও ভায়োলিন বাজাতে পারতেন। তিনি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৪২টি দেশ বাউল গান পরিবেশন করেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের আমন্ত্রণে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গান গেয়েছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশেষ গ্রেডের শিল্পী ছিলেন।[৩]
বিখ্যাত গান
সম্পাদনাএ পর্যন্ত তার প্রায় পাঁচশ একক গানের অ্যালবাম বের হয়েছে।[৪] পাশাপাশি তিনটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে[১] -
- ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে’
- ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য মানে না’
- ‘আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে’
- ‘মরণেরই কথা কেন স্মরণ কর না’
- ‘মা আমেনার কোলে ফুটল ফুল’
- ‘ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা’
চলচ্চিত্রে অভিনয়
সম্পাদনা১৯৮৯ সালে হাফিজুদ্দিন পরিচালিত ‘অসতী’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।[৩]
মৃত্যু
সম্পাদনা১৯ আগস্ট ২০১৩ সালে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১][৫]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা২০১৫ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "আব্দুর রহমান বয়াতীর জীবনাবসান"। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- ↑ "মোবাইল কোম্পানির কাছে রহমান বয়াতির পাওনা"। বাংলা ট্রিবিউন। ৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "শিল্পী আবদুর রহমান বয়াতির তৃতীয় মৃত্যুবার্ষিকী"। ২০১৬-০৮-২০। ২০২০-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৯।
- ↑ "চিরতরে থেমে গেছে আব্দুর রহমান বয়াতীর দেহঘড়ি"। ২০১৩-০৮-২০। ২০২০-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৯।
- ↑ "চলে গেলেন আবদুর রহমান বয়াতি"। ২২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।