আবু হাফস ওমর আন-নাসাফি

ইসলামিক পন্ডিত | ফকিহ | ধর্মতত্ত্ববিদ

নাজমুদ্দিন আবু হাফস ওমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি (আরবি :نجم الدين أبو حفص عمر بن محمد النسفي‎‎; ইংরেজি : Najm ad-Dīn Abū Ḥafṣ ‘Umar ibn Muḥammad an-Nasafī (১০৬৭১১৪২) ছিলেন সমকালের সর্ব শ্রেষ্ঠ ইসলামিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক হাদিসবিদ, মুফাসসির, উসুলবিদ, মুসলিম আইনজ্ঞ ফিকহবিদ, ব্যাকরণবিদসাহিত্যিক। হাফেজদের মধ্যেও তিনি অন্যতম হাফেজ ছিলেন।

আবু হাফস ওমর আন-নাসাফি
أبو حفص النسفي
উপাধিনাজমুদ্দিন (The star of religion), মুফতি আস-সাকালাইন
ব্যক্তিগত তথ্য
জন্ম১০৬৭ খ্রি:
মৃত্যু১১৪২ (বয়স ৭৪–৭৫)
ধর্মইসলাম
অঞ্চলTransoxiana and সকরকন্দ
আখ্যাসুন্নী ইসলাম
ব্যবহারশাস্ত্রহানাফি[]
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
প্রধান আগ্রহফিকহ, তাফসির, হাদিস, ধর্মতত্ত্ব (ইলমুল কালাম), ইতিহাস
উল্লেখযোগ্য কাজআত-তাইসির ফিত-তাফসির, আল-আকিদাতুন নাসাফিয়া, তাফসিরে নাসাফি (পারসিয়ান)
মুসলিম নেতা

জন্ম ও বংশ

সম্পাদনা

নাম উমর। কুনিয়ত আবু হাফস। লকব "মুফতিয়ে সাকালাইন"। পিতার নাম মুহাম্মদ। তিনি নাসফ শহরে ৪৬১ হিজরিতে জন্ম গ্রহণ করেন।

শিক্ষা অর্জন

সম্পাদনা

যুগের অনেক বড় বড় আলিম থেকে তিনি শিক্ষা অর্জন করেন। তিনি ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন ছদরুল ইসলাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ বাজদবি থেকে। এছাড়াও সেসময়কার আরও বড় বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির ও ফকীহদের কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন।

শিক্ষা প্রদান ও শিক্ষার্থী

সম্পাদনা

তার থেকে তার পুত্র আবুল লায়িস আহমাদ নাসাফি, হিদায়া গ্রন্থকার এবং আরও অনেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি জ্বিন-ইনসান উভয়ের মধ্যে ইলম শিক্ষা দিতেন। তাই তাকে "মুফতিয়ে সাকালাইন" বলা হত।

রচনাবলি

সম্পাদনা

তিনি ফিকহ, তাফসির ও ইতিহাস শাস্ত্রে একশত এর কাছাকাছি গ্রন্থ রচনা করেছেন । এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল-

  • তাইসির - এটি তাফসির বিষয়ক সংকলন।
  • কিতাবুল মাওয়াকীত
  • আল আশআর
  • কিতাবুশ শুরুত
  • তোলাবাতুল তোলাবা
  • তারিখে বুখারা
  • আকাইদুন নাসাফি
  • ফাতওয়ায়ে নাসাফি

মৃত্যু

সম্পাদনা

তিনি ৫৩৭ হিজরি মুতাবিক ১১৪২ খ্রিস্টাব্দে সমরকন্দে মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. A.C. Brown, Jonathan (২০১৪)। Misquoting Muhammad: The Challenge and Choices of Interpreting the Prophet's Legacy Oneworld Publications। পৃষ্ঠা 50আইএসবিএন 978-1780744209 
  2. الاعلام :خیر الدین زركلی
  3. اردو دائرہ معارف اسلامیہ جلد 22 صفحہ270،جامعہ پنجاب لاہور