আবু মুহাম্মদ ইউনুস আলী

আবু মুহাম্মদ ইউনুস আলী চলনবিল অঞ্চলের প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী ও বৃহত্তর পাবনা জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। যুক্তফ্রন্টের এমএলএ ছিলেন তিনি। পাবনা জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।'

আবু মুহাম্মদ ইউনুস আলী
পূর্ব বাংলা আইন পরিষদের সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৫৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৩-০৩-২৩)২৩ মার্চ ১৯২৩
পাবনা জেলা, বাংলাদেশ
মৃত্যু১৪ ফেব্রুয়ারি ২০০৫(2005-02-14) (বয়স ৮১)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ারমী লীগ

জন্ম সম্পাদনা

তিনি ১৯২৩ সালের ২৩ মার্চ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন।

সমাজকর্মী সম্পাদনা

বঙ্গবন্ধুর কলকাতার ইসলামীয়া কলেজের বেকার হোষ্টেলের রুমমেট ছিলেন তিনি, বায়ান্নর ভাষাসংগ্রামী, যুক্তফ্রন্টের নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পাবনার ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর আসনে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন আবু মুহাম্মদ ইউনুস আলী; ইউনুস এমএলএ হিসেবেও পরিচিত ছিলেন।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তার নির্বাচনী এলাকা ছিল পাবনা সদর উত্তর (চাটমোহর- ভাঙ্গুড়া-ফরিদপুর- আটঘরিয়া।

মৃত্যু সম্পাদনা

তিনি ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা