কাযী আবু ইয়া'লা
হাম্বলী ইমাম
(আবু ইয়ালা থেকে পুনর্নির্দেশিত)
আবু ইয়া'লা মুহাম্মাদ ইবনে আল-হুসাইন ইবনুল ফাররা (এপ্রিল ৯৯০ - ১৫ আগস্ট ১০৬৬) সাধারণত কাযী আবু ইয়া'লা নামেই পরিচিত, একজন প্রখ্যাত হাম্বলী বিদ্বান ও ফাকীহ।
Muslim scholar আবু ইয়া'লা মুহাম্মাদ ইবনে আল-হুসাইন ইবনুল ফাররা | |
---|---|
জন্ম | ৩৮০ হিজরি/ ৯৯০ ঈসায়ী |
মৃত্যু | ৪৫৮ হিজরি/ ১০৬৬ ঈসায়ী |
পেশা | আইনশাস্ত্রবিদ |
মাজহাব | হাম্বলী |
মূল আগ্রহ | ফিকহ |
লক্ষণীয় কাজ | তাবাকাত আল-হানাবিলা, আল-আহকাম আল-সুলতানিয়্যা |
হাম্বলীদের কাছে তিনি আল কাযী নামে পরিচিত। ইসলামী আইন শাস্ত্রের একজন অন্যতম শ্রেষ্ঠ জুরিস্ট, যিনি বাগদাদে গড়ে ওঠা ইসলামী সভ্যতায় আইনের ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[১]
কর্ম
সম্পাদনাকাযী আবু ইয়া'লা বহু কাজ রেখে গেছেন, এর মধ্যে উল্লেখযোগ্যঃ
- তাবাকাত আল-হানাবিলা
- কিতাব আল-মু'তামাদ ফি উসুলুদ দ্বীন
- আল-আহকাম আল-সুতানিয়্যা
- ইবতাল আল-তা'উয়ীলাত লি আহবার আল-সিফাত
- আল-'উদ্দা ফি উসুলুল ফিকহ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Abdul Azeez, Yusuf; Shah Suratman, Azmi; Salamon, Hussin; Awang, Ramli (২০১৪)। "Al-Qāḍī Abū Ya'lā: thoughts and influence on the development of legal theory of Islamic civilization and sciences of jurisprudence"। UMRAN - International Journal of Islamic and Civilizational Studies। 1: 1। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৬।