আবু ইউসুফ ইবনে সামান

সাইয়্যিদ নাসিরুদ্দিন আবু ইউসুফ চিশতি ইবনে আবু নাসর মুহাম্মাদ সামান ছিলেন প্রথমদিকের একজন সুফি সাধক।[২][৩]

আবু ইউসুফ সামান[১]
যার দ্বারা প্রভাবিতআবু মুহাম্মদ চিশতি
যাদের প্রভাবিত করেনমাওদুদ চিশতি
ঐতিহ্য বা ধরন
চিশতিয়া তরিকা

তিনি তার মামা এবং শিক্ষক আবু মুহাম্মদ চিশতির উত্তরসূরি ছিলেন, চিশতী আদেশের সুফি সিলসিলার একাদশতম ধারা এবং মাওদুদ চিশতির পিতা ও শিক্ষক। আবু ইউসুফ ছিলেন ইসলামের নবি মুহাম্মাদের বংশধর। তিনি ১৩ রজব ৪৫৯ হিজরিতে (মে ১০৬৭) ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Mashaikh of Chisht by Shaykh Muhammad Zakariya Kandhlawi | Medina | Abrahamic Religions | Free 30-day Trial"Scribd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪ 
  2. Abu Yusuf Bin Saamaan। Lect। ২২ জুলাই ২০১১। আইএসবিএন 9786135716078 
  3. "Shodhganga : a reservoir of Indian theses" (পিডিএফ)। ৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০