আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম

আবুুুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম একজন বাংলাদেশী শল্যচিকিৎসক। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক।[১][২]

আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর
কাজের মেয়াদ
২৩ জুলাই ২০২০ – ৩১ ডিসেম্বর ২০২২
পূর্বসূরীআবুল কালাম আজাদ
উত্তরসূরীআহমেদুল কবীর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬১
জাতীয়তা বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
পেশাশল্যবিদ, অধ্যাপক

জীবন ও কর্ম সম্পাদনা

খুরশীদ আলম ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।[৩] এরপর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে শল্যবিদ্যায় এফসিপিএস অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্থিশল্যবিদ্যায় এমএস এবং ইংল্যান্ড এর বিভিন্ন রয়্যাল কলেজ হতে এফআরসিএস অর্জন করেন।[৩][৪][৫] ২০১৮ সালে আলম ঢাকা মেডিকেল কলেজে শল্যবিদ্যার অধ্যাপক পদে যোগদান করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বপর্যন্ত তিনি এই কলেজের শল্যবিদ্যার বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।[৬][৭][৮] ১৯৮৪ সালে তিনি দশম বিসিএস এর মাধ্যমে সাস্থ্য ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন।

আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সাম্মানিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।[৯][১০][১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  2. "স্বাস্থ্য অধিদপ্তর পেল নতুন ডিজি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  3. [https://www.jugantor.com/national/328833/স্বাস্থ্য-অধিদফতরের- নতুন-ডিজি-কে-এই-ডা.-খুরশীদ "স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি কে এই ডা. খুরশীদ?"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪  line feed character in |ইউআরএল= at position 62 (সাহায্য)
  4. "সংকট উত্তরণে প্রত্যয়ী নতুন ডিজি"Bhorer Kagoj। ২০২০-০৭-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "কিংবদন্তি সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম স্যারের সান্নিধ্যে"medivoicebd.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "স্বাস্থ্যের নতুন ডিজি ডা. খুরশীদ আলম | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  7. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম"bangla.bdnews24.com। ২০২০-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  8. "নতুন ডিজি পেল স্বাস্থ্য অধিদপ্তর"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  9. ecmembers, .। "Bangladesh College of Physicians & Surgeons(BCPS)"bcps.edu.bd। ২০২০-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  10. Dhakatimes24.com। "স্বাস্থ্যের নতুন ডিজি কে এই ডা. খুরশীদ"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ 
  11. "স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: নতুন ডিজি | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]