আবদুস সবুর (কুমিল্লার রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

আবদুস সবুর বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য[১][২]

ইঞ্জিনিয়ার
আবদুস সবুর
কুমিল্লা-১ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৭ জানুয়ারি ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. আবদুস সবুর
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
প্রাক্তন শিক্ষার্থীবুয়েট,
বরিশাল বিএম কলেজ
পেশারাজনীতিবিদ
ওয়েবসাইটmdsabur.com

প্রাথমিক জীবন সম্পাদনা

আবদুস সবুর কুমিল্লার দাউদকান্দির বাহেরচরে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ হতে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

আবদুস সবুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র প্রেসিডেন্ট।

রাজনৈতিক জীবন সম্পাদনা

আবদুস সবুর বুয়েটের নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বুয়েট ছাত্রলীগের সহসভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কমিটির সদস্য হিসেবেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৯ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ইউকসু) সাধারণ সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি ২০১৮-২০২০ মেয়াদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪ 
  2. "কুমিল্লায় কে কত ভোটে জিতল"দৈনিক প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২৪। ৯ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪