আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী (জন্ম:২৯ মে ১৯৪২- মৃত্যু: ১৯ জানুয়ারি ২০২৪) ছিলেন একজন বাংলাদেশি আলিম,মুক্তিযোদ্ধা,লেখক,অনুবাদক ও বক্তা।তিনি গণভবন ও সচিবালয় মসজিদের সাবেক ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। এছাড়াও তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখেন। প্রাজ্ঞ আলেম ও লেখক হিসেবে তাঁর বিশেষ সুনাম রয়েছে। তাঁর লিখিত, অনূদিত, সম্পাদিত পুস্তকাদির সংখ্যা শতাধিক।[১][২][৩][৪][৫] [৬] [৭]

মাওলানা

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী

রহ:
ব্যক্তিগত তথ্য
জন্ম২৯ মে ১৯৪২
টুকেরবাজার, সিলেট
মৃত্যু১৯ জানুয়ারি ২০২৪(2024-01-19) (বয়স ৮১)
ঢাকা
সমাধিস্থলমিরপুর ১১- জান্নাতুল মাওয়া কবরস্থান
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
সন্তান৩ ছেলে ও ২ মেয়ে

ফাতেহা বিনতে আবদুল্লাহ

মাসঊদ বিন আবদুল্লাহ

মাহমুদ বিন আবদুল্লাহ

মার্জিয়া বিনতে আবদুল্লাহ

মারুফ বিন আবদুল্লাহ
পিতামাতা
  • মৌলভী সাঈদ উল্লাহ (পিতা)
  • কাফুরুন নেসা (মাতা)
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
প্রধান আগ্রহলেখালেখি সমাজসেবা
যেখানের শিক্ষার্থী
ঊর্ধ্বতন পদ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জন্ম ১৯৪২ সালের ২৯ মে সিলেটের টুকেরগাঁওয়ে। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ঢাকায় এসে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করেন।

কর্ম জীবন সম্পাদনা

তিনি ১৯৭৫ থেকে ২০০৫ সাল অবধি গণভবন ও সচিবালয় মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি লেখালেখি ও সম্পাদনার কাজের সাথে আমৃত্যু যুক্ত ছিলেন।তাঁর লিখিত, অনূদিত, সম্পাদিত পুস্তকাদির সংখ্যা শতাধিক।

অবদান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাও. আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  2. "মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর দাফন সম্পন্ন"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  3. "আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  4. "মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল আজহারী এর ইন্তেকাল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  5. "চলে গেলেন আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  6. "আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭ 
  7. "বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ইন্তেকাল"সিলেটের ডাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৭