আবদুর রহমান (বংশীবাদক)

বাংলাদেশী বংশীবাদক

আবদুর রহমান (১৯৩৫-১৯৮৯) ছিলেন একজন বাংলাদেশী বংশীবাদক।[১]

আবদুর রহমান
জন্ম১৬ জানুয়ারী ১৯৩৫
বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা, বাংলাদেশ
মৃত্যু২০ ডিসেম্বর ১৯৮৯(1989-12-20) (বয়স ৫৪)
পেশাবংশীবাদক

জীবনী সম্পাদনা

আবদুর রহমান ১৯৩৫ সালের ১৬ জানুয়ারী মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের বজ্রযোগীনি ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[১] প্রায় এক দশক আকাশবাণী গৌহাটি কেন্দ্রের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে থাকাকালীন তার শিল্প প্রতিভার বিকাশ ঘটে এবং সেখানে পঞ্চাশের দশকে বাঁশি বাজিয়ে খ্যাতি অর্জন করেন।[১] পরবর্তীতে, বাবা-মা'র আগ্রহে বাংলাদেশে চলে আসেন। দেশে এসে ঢাকায় বেতার ও টেলিভিশনে বংশীবাদক হিসেবে আমৃত্যু চাকরি করেন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা একাডেমি চরিতাভিধান, ৩য় সংস্করণ, জুন ২০১১, পৃষ্ঠা - ৩৬