আফটারম্যাথ
বাংলাদেশি রক ঘরানার ব্যান্ড
আফটারম্যাথ পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশের একটি অল্টারনেটিভ গ্রুঞ্জ রক ঘরানার ব্যান্ড দল। ২০০৭ সালের ২৩ নভেম্বরে আফটারম্যাথ ব্যান্ডটি গঠিত হয়, ২০০৮ সালে তাদের প্রথম মৌলিক গান 'সূর্যাপেক্ষা' মুক্তি পায়।
আফটারম্যাথ | |
---|---|
উদ্ভব | ঢাকা, বাংলাদেশ |
ধরন | গ্রুঞ্জ, অল্টারনেটিভ রক |
সদস্য |
|
ইতিহাস
সম্পাদনাআফটারম্যাথ যাত্রা শুরু হয় ২০০৭ সালে। ব্যান্ডটির নামকরণ করেন প্রতিষ্ঠাতা সদস্য ফাহিম। প্রতিষ্ঠার পরবর্তী বছরে প্রথম গান সূর্যাপেক্ষা মুক্তি পায়।[১] এরও এক বছর পর তাদের আরেকটি গান ‘মাটির রোদ’ প্রকাশিত হয় যা পরবর্তীকালে জেদ (২০২১) অ্যালবামে বোনাস ট্র্যাক হিসেবে যুক্ত হয়।
অ্যালবামসমূহ
সম্পাদনানিজস্ব
সম্পাদনাজেদ (২০২১)
সম্পাদনাসকল গানের গীতিকার নাভিদ, মাহফুজুর রহমান নাফি, সাকিব,ফাহিম।
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "অস্পৃহ" | ৩:৪৮ |
২. | "উপহাস" | ৫:৪৯ |
৩. | "অন্যগান" | ৫:০০ |
৪. | "হুঙ্কার" | ৪:০৮ |
৫. | "অধিকার" | ৫:০৩ |
৬. | "তুমি" | ৬:০২ |
৭. | "ধোঁয়া" | ৫:৪১ |
৮. | "উৎসর্গ" | ৫:৫০ |
মোট দৈর্ঘ্য: | ৪১:৫১ |
সিঙ্গেল ট্র্যাক
সম্পাদনা- মোহ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জেদের আফটারম্যাথ"। ডিসেম্বর ৬, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০২১।