আন্দ্রে শুর্লে
জার্মান ফুটবলারার
আন্দ্রে হোর্স্ট শুর্লে (জন্ম ৬ নভেম্বর ১৯৯০) একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং জার্মানি জাতীয় দলে একজন ফরোয়ার্ড অথবা উইঙ্গার হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আন্দ্রে হোর্স্ট শুর্লে[১] | ||
জন্ম | ৬ নভেম্বর ১৯৯০ | ||
জন্ম স্থান | লুডুইগশাফেন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৪ মি (৬ ফু ০ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায় | |||
১৯৯৬–২০০৬ | লুডুইগশাফেনার এসসি | ||
২০০৬–২০০৯ | এফএসভি মেইনজ ০৫ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১১ | এফএসভি মেইনজ ০৫ | ৬৬ | (২০) |
২০১১–২০১৩ | বায়ার লেভারকুজেন | ৬৫ | (১৮) |
২০১৩– | চেলসি | ৩০ | (৮) |
জাতীয় দল‡ | |||
২০০৮–২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ১১ | (৪) |
২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ১ | (১) |
২০০৯–২০১০ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৪ | (৩) |
২০১০– | জার্মানি | ৩৮ | (১৬) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫৯, ৮ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
তিনি তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে জার্মান ক্লাব ১. এফএসভি মেইনজ ০৫ এর হয়ে। সেখানে ২ বছর কাটানোর পর ২০১১ সালে £৬.৫ মিলিয়ন ট্রান্সফার মূল্যে বায়ার ০৪ লেভারকুজেনে চলে আসেন। সেখানে তার উজ্জ্বল পারফর্মেন্সের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন যারা তাকে ২০১৩ সালে £১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে তাদের কলবে নিয়ে আসে।
শুর্লে ২০১০ সাল থেকে জার্মানি জাতীয় দলের নিয়মিত সদস্য এবং এ পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৩০ খেলায় ১৬ গোল করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো এবং ২০১৪ ফিফা বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2014 FIFA World Cup Brazil: List of Players"। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 16। ১১ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
- ↑ "André Schürrle UEFA Profile"। UEFA official website। ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আন্দ্রে শুর্লে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট (জার্মান)
- Chelsea profile
- ফুসবালডাটেন.ডিইতে André Schürrle (জার্মান)
- আন্দ্রে শুর্লে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- আন্দ্রে শুর্লে – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- Career stats ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ মে ২০১০ তারিখে at ESPN FC
- Career stats at Soccerbase
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আন্দ্রে শুর্লে (ইংরেজি)