আন্দ্রে শুর্লে

জার্মান ফুটবলারার

আন্দ্রে হোর্স্ট শুর্লে (জন্ম ৬ নভেম্বর ১৯৯০) একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং জার্মানি জাতীয় দলে একজন ফরোয়ার্ড অথবা উইঙ্গার হিসেবে খেলে থাকেন।

আন্দ্রে শুর্লে
জার্মানির হয়ে খেলছেন শুর্লে, ২০১১ সাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রে হোর্স্ট শুর্লে[]
জন্ম (1990-11-06) ৬ নভেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান লুডুইগশাফেন, জার্মানি
উচ্চতা ১.৮৪ মি (৬ ফু ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
১৯৯৬–২০০৬ লুডুইগশাফেনার এসসি
২০০৬–২০০৯ এফএসভি মেইনজ ০৫
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১১ এফএসভি মেইনজ ০৫ ৬৬ (২০)
২০১১–২০১৩ বায়ার লেভারকুজেন ৬৫ (১৮)
২০১৩– চেলসি ৩০ (৮)
জাতীয় দল
২০০৮–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-১৯ ১১ (৪)
২০০৯ জার্মানি অনূর্ধ্ব-২০ (১)
২০০৯–২০১০ জার্মানি অনূর্ধ্ব-২১ (৩)
২০১০– জার্মানি ৩৮ (১৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫৯, ৮ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তিনি তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে জার্মান ক্লাব ১. এফএসভি মেইনজ ০৫ এর হয়ে। সেখানে ২ বছর কাটানোর পর ২০১১ সালে £৬.৫ মিলিয়ন ট্রান্সফার মূল্যে বায়ার ০৪ লেভারকুজেনে চলে আসেন। সেখানে তার উজ্জ্বল পারফর্মেন্সের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন যারা তাকে ২০১৩ সালে £১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে তাদের কলবে নিয়ে আসে।

শুর্লে ২০১০ সাল থেকে জার্মানি জাতীয় দলের নিয়মিত সদস্য এবং এ পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৩০ খেলায় ১৬ গোল করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো এবং ২০১৪ ফিফা বিশ্বকাপে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2014 FIFA World Cup Brazil: List of Players"। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 16। ১১ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪ 
  2. "André Schürrle UEFA Profile"UEFA official website। ১৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা