আন্দালৌসিয়া মাদ্রাসা

আন্দালৌসিয়া মাদ্রাসা ( আরবি: المدرسة الأندلسية‎‎ ) বামাদ্রাসা এল ইউনসিয়া নামেও পরিচিত তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা। এটিকে সিদি এল আজমির মাদ্রাসাও বলে কারণ এটি জাউইয়ার কাছাকাছি অবস্থিত । [১]

আন্দালৌসিয়া মাদ্রাসা
Médersa El Andaloucia photo 4 المدرسة الأندلسية.jpg
আন্দালৌসিয়া মাদ্রাসার সম্মুখভাগ
ধরনমাদ্রাসা
স্থাপিত১৬০৯ (1609)
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা
তিউনিস
,
মানচিত্র

অবস্থানসম্পাদনা

 
এরাকাহ সড়কে ধাতব ফলক

আর +এরাকাহ সড়কে মাদ্রাসাটি অবস্থিত। সন্ত আবি আহমেদ মোহাম্মদ ইউনেসের স্মৃতিসৌধের কাছাকাছি অবস্থিত। এছাড়াও মদিনা সিদি ইয়উনেস হিসাবে পরিচিত।

ইতিহাসসম্পাদনা

 
মাদ্রাসার স্মারক ফলক

১৬০৯ সালে স্পেনের তৃতীয় ফিলিপের বিধি অনুসরণে স্পেন থেকে বহিষ্কৃত হওয়া তিউনিসে আগত মুসলমানদের একটি দল এই মাদ্রাসাটি তৈরি করেছিল।

এই জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে রাজ্যের উন্নয়নে অবদান রেখেছে। বাব সৌখ্যায় সৌভান আল্লাহ মসজিদও তৈরি করেন।

বর্তমান অবস্থাসম্পাদনা

 
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য সমিতির প্যানেল

বর্তমানে মাদ্রাসাটি প্রতিবন্ধীদের জন্য সমিতির কার্যনির্বাহী কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে। [২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. Abdelhakim Gafsi, Monuments andalous de Tunisie, Tunis, Agence nationale du patrimoine, 1993, 63 p. (আইএসবিএন ৯৯৭৩-৯১৭-১৪-৬), p. 32
  2. "Archived copy"। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩