সমাধিসৌধ

(স্মৃতিসৌধ থেকে পুনর্নির্দেশিত)

সমাধিসৌধ (ইংরেজি:Mausoleum[১]) হচ্ছে একটি বহিরাগত মুক্তভাবে-স্থায়ী ইমারতের মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ। সেখানে মাজার বা গোরস্থান বা মৃত ব্যক্তি বা ব্যক্তিদের কবর বিশেষ পরিমন্ডলের মাধ্যমে নির্মিত। এই সমাধি বা মাজার মৃত ব্যক্তি গোর ছাড়া একটি স্মৃতিস্তম্ভ হতে পারে। একটি দরগা বিবেচিত সমাধি যা খোদাই করে সমাধি লিপি থাকতে পারে। এই সব সমাধি মুসলমান সহ খ্রিষ্টান, হিন্দুধর্মের দরগাও রয়েছে। বিশ্বের অন্যতম একটি সমাধি আগ্রার তাজমহল

সমাধি.
আগ্রা, ভারতে অবস্থিত তাজমহল; পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং আলোকচিত্রে প্রচারিত সমাধি (মাজার)।

তথ্যসূত্রসম্পাদনা

  1. The plurals mausoleums and mausolea are equally correct in English.

বহিঃসংযোগসম্পাদনা