আন্দামান মুখোশধারী পেঁচা

পাখির প্রজাতি

আন্দামান মুখোশধারী পেঁচা (Tyto deroepstorffi) এক ধরনের পেঁচা, যা দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জের একটি স্থানীয় পাখি।

আন্দামান মুখোশধারী পেঁচা
অপরিচিত (আইইউসিএন ৩.১)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Strigiformes
পরিবার: Tytonidae
গণ: Tyto
প্রজাতি: T. deroepstorffi
দ্বিপদী নাম
Tyto deroepstorffi
Hume, 1875

এরা সাধারণত গাঢ় লালচে বাদামি বর্ণের হয়ে থাকে। নিচের দিক বিন্দুযুক্ত লালচে বাদামি। এদের মুখও লালচে বাদামি। কেউ কেউ এদের barn owl (Tyto alba) এর উপপ্রজাতি বলে থাকেন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Andaman masked owl - Wikipedia" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৬