আন্দামান কোকিল-ঘুঘু

পাখির প্রজাতি

আন্দামান কোকিল-ঘুঘু (Macropygia rufipennisকলাম্বিডি পরিবারের একটি পাখির প্রজাতি।

আন্দামান কোকিল-ঘুঘু
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Columbiformes
পরিবার: Columbidae
গণ: Macropygia
প্রজাতি: M. rufipennis
দ্বিপদী নাম
Macropygia rufipennis
Blyth, 1846

এরাা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি স্থানীয় পাখি। বাসস্থান হ্রাসের ফলে এরা ক্রমশ বিপন্ন হয়ে যাচ্ছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Macropygia rufipennis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩