আন্তর্জাতিক মাতৃভাষা পদক

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষায় বিশেষ অবদানের জন্য প্রদত্ত পুরস্কার

আন্তর্জাতিক মাতৃভাষা পদক বাংলাদেশের একটি বেসামরিক পুরস্কার। বিশ্বজুড়ে মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সাল হতে এই আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান শুরু হয়। ২০২১ সাল হতে প্রতি দুইবছর পরপর এই পদক প্রদান করা হচ্ছে। পদকটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষার জন্য বিশেষ অবদানের স্বীকৃতি সরূপ প্রদান করা হয়।[১]

আন্তর্জাতিক মাতৃভাষা পদক
বিবরণমাতৃভাষার জন্য অনন্য অবদানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ পুরস্কার দেয়া হয়।
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ বাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ
উপস্থাপকবাংলাদেশ সরকার
প্রথম পুরস্কৃত২০২১
সর্বশেষ পুরস্কৃতবর্তমান
ওয়েবসাইটwww.imli.gov.bd

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পদকটির প্রবর্তন করে।[১][২] ২০১৯ সালের ২৬ ডিসেম্বর, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় "আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা ২০১৯" প্রণয়ন করে।[৩] ২০২১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ থেকে দুইজন এবং আন্তর্জাতিকভাবে একজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হয়।[৪] বাংলাদেশ থেকে মুহাম্মদ রফিকুল ইসলাম ও মথুরা বিকাশ ত্রিপুরা, উজবেকিস্তানের ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার প্রতিষ্ঠান অ্যাক্টিভিজমো লেঙ্গুয়াস প্রথমবার এই পদক অর্জন করে।[১]

পদক সম্পাদনা

বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসারে পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা বা পাঁচ হাজার ডলার দেওয়া হয়।[১]

শ্রেনী ও ক্ষেত্রসমূহ সম্পাদনা

আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুইটি শ্রেনীতে প্রদান করা হচ্ছে- "আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক" এবং ও আন্তর্জাতিক শ্রেনীতে "আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক"।[১]

পদক প্রদানের জন্য ক্ষেত্রসমূহ- পৃথিবীর বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে বিশেষ অবদান, মাতৃভাষা চর্চায় প্রমাণিত বিশেষ অবদান, মাতৃভাষায় গবেষণায় বিশেষ অবদান, মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদান, বহির্বিশ্বে মাতৃভাষা ও বিদেশি ভাষা প্রচার ও প্রসারে বিশেষ অবদান, মাতৃভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত মৌলিক গ্রন্থাবলী বিদেশি ভাষায় অনুবাদে বিশেষ অবদান, বিদেশি ভাষায় রচিত সাহিত্য ও অন্যান্য বিষয়ে রচিত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদে বিশেষ অবদান।[৫]

পুরস্কার প্রাপ্তদের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রথমবারের মতো মাতৃভাষা পদক পাচ্ছেন ৩ ব্যক্তি, এক প্রতিষ্ঠান"বাংলা ট্রিবিউন। ২০২১-০২-২০। ২০২১-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  2. "প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন তিন গুণী ও এক প্রতিষ্ঠান"দৈনিক কালের কন্ঠ। ২০২১-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  3. "আন্তর্জাতিক মাতৃভাষা পদকের জন্য আবেদন পাঠাবেন যেভাবে"বাংলা ট্রিবিউন। ২০২০-০৮-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"সময় টিভি। ২০২১-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 
  5. "প্রথম 'মাতৃভাষা পদক' পাচ্ছেন তিন ব্যক্তি, এক প্রতিষ্ঠান"দৈনিক জনকন্ঠ। ২০২১-০২-২০। সংগ্রহের তারিখ ২০২১-০২-২০ 

বহিঃসংযোগ সম্পাদনা