আন্তর্জাতিক নৃত্য দিবস

ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত নৃত্য উদযাপনের বার্ষিক দিবস

আন্তর্জাতিক নৃত্য দিবস হল নৃত্যের একটি বৈশ্বিক উদযাপন, যা ইউনেস্কোর পারফর্মিং আর্টসের প্রধান অংশীদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নৃত্য কমিটি দ্বারা তৈরি। দিবসটি সারা বিশ্বে ২৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে নৃত্যে অংশগ্রহণ এবং শিক্ষাকে উৎসাহিত করার চেষ্টা করে। ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে আইটিআই-কে অনুষ্ঠানের নির্মাতা এবং সংগঠক হিসেবে স্বীকৃতি দেয়।[১]

আন্তর্জাতিক নৃত্য ও সংগীত দিবস
পালনকারীজাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র
তারিখ২৯ এপ্রিল
সংঘটনবার্ষিক

ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার জাঁ-জর্জেস নভেরের জন্মদিনে ইউনেস্কোর ‘পারফর্মিং আর্টস’-এর প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর নৃত্য কমিটির উদ্যোগে প্রতিবছর ২৯ এপ্রিল এই দিনটি পালন করা হয়। আইটিআই ও ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটি ১৯৮২ সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dance Day 2015 - Message by Mr Pérez de Armiñán, UNESCO's Assistant Director-General for Culture" (পিডিএফ)। ২০২১-০৫-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৯ 
  2. Bangla, TV9 (২০২২-০৪-২৯)। "International Dance Day 2022: 'নাচে জন্ম নাচে মৃত্যু', মনের আনন্দে ১ ঘণ্টা নাচলে কী কী উপকার হবে, জানেন?"TV9 Bangla। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা