আন্তর্জাতিক জনসেবা দিবস
আন্তর্জাতিক জনসেবা দিবস বিশ্বজুড়ে জাতিসংঘ কর্তৃক পালিত একটি বিশেষ দিন, যা এর সদস্য রাষ্ট্রগুলোতে প্রতিবছর ২৩ জুন তারিখে উদযাপিত হয়।[১] মূলতঃ জাতিসংঘের প্রস্তাবনা ও তত্ত্বাবধানে পালিত হয় বলে এই দিবসটি জাতিসংঘ জনসেবা দিবস নামেও পরিচিত; অন্যদিকে বাংলাদেশে সর্বপ্রথম ২০১৭ সালে দিবসটিকে জাতীয় জনসেবা দিবস নামে পালিন করা হয়।[২]
আন্তর্জাতিক জনসেবা দিবস | |
---|---|
পালনকারী | জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র ও সংস্থা |
ধরন | আন্তর্জাতিক দিবস |
উদযাপন | একটি সুনির্দিষ্ট প্রতিপাদ্যের আলোকে কর্মসূচী পালন |
তারিখ | ২৩ জুন |
সংঘটন | বাৎসরিক |
ইতিহাস
সম্পাদনা২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৫৭/২৭৭ ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতিবছর ২৩ জুন তারিখে জনসেবা দিবস পালন করা হবে;[৩] এবং এর ফলশ্রুতিতে ২০০৩ সালে সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়।[৪]
লক্ষ্য ও উদ্দেশ্য
সম্পাদনাবিশ্বব্যাপী জনসেবা দিবস উদযাপনের কারণ হিসাবে জাতিসংঘের ঘোষণায় বলা হয় যে,[৪]
celebrates the value and virtue of public service to the community; highlights the contribution of public service in the development process; recognizes the work of public servants, and encourages young people to pursue careers in the public sector.
পালিত কর্মসূচী
সম্পাদনাবর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি এদিন সাধারণ জনগণকে বিভিন্ন সেবা দেয়ার সাথে জড়িত ব্যক্তিবর্গকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন-পরিচালকগণ ছাড়াও সেবাগ্রহীতাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো ও বিভিন্ন ক্ষেত্র অবদানের জন্য পুরস্কৃত করা হয়।[৫][৬][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আন্তর্জাতিক জনসেবা দিবস"। দৈনিক সিলেটের ডাক (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ "Nation observes first Public Service Day today"। দি ইনডিপেন্ডেন্ট (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ "Public Service Day"। timeanddate.com। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ ক খ "United Nations Public Service Day"। United Nations। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ "আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত"। দৈনিক যুগান্তর (অনলাইন ভার্সন)। ২৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- ↑ "দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জনসেবা দিবসের শোভাযাত্রা"। সময় সংবাদ (অনলাইন ভার্সন)। ২৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- ↑ "নানা কর্মসূচিতে আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত"। দৈনিক প্রথমআলো (অনলাইন ভার্সন)। ২৪ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
বহি:সংযোগ
সম্পাদনা- জাতিসংঘ জনসেবা দিবস - জাতিসংঘের নিজস্ব সূচীতে।