আন্তর্জাতিক চলচ্চিত্র ও দূরদর্শন প্রতিষ্ঠান সমন্বয় কেন্দ্র

আন্তর্জাতিক চলচ্চিত্র ও দূরদর্শন প্রতিষ্ঠান সমন্বয় কেন্দ্র (ফরাসি: Centre international de liaison des écoles de cinéma et de télévision, CILECT) হল বিশ্বের প্রধান ও বৃহত্তম চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানগুলির অন্যতম।[] ১৯৫৫ সালে এই সংস্থানটির প্রতিষ্ঠা করাহয় ফ্রান্সের কান শহরে।

আন্তর্জাতিক চলচ্চিত্র ও দূরদর্শন প্রতিষ্ঠান সমন্বয় কেন্দ্র
প্রতিষ্ঠিত১৯৫৫
ধরনচলচ্চিত্র সংস্থান
ওয়েবসাইটhttp://www.cilect.org

সংস্থানটি, পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র সংস্থানগুলির মধ্যেকার ধারণা আদানপ্রদান, দিকনির্দেশ ও চলচ্চিত্রের মান উন্নয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়। ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান এর সদস্য।

তথ্যসূত্র

সম্পাদনা