আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইংরেজি: International Fund for Agricultural Development; সংক্ষেপে IFAD) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের উদ্দেশ্য গঠিত।


আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
সংস্থার ধরন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামIFAD
প্রধানআলভারো ল্যারিও (বর্তমান)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৯৭৭
প্রধান কার্যালয়রোম, ইতালি
ওয়েবসাইটifad.org
মাতৃ সংস্থাজাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর ইতালির রোমে সংস্থাটি গঠিত হয়। সংস্থাটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৭টি।[১] বর্তমান প্রেসিডেন্ট স্পেনের নাগরিক আলভারো ল্যারিও। ১ অক্টোবর, ২০২২ সালে ৪ বছরের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেন । [২]

ইতিহাস সম্পাদনা

১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের ফলস্বরূপ সংস্থাটি গঠিত হয়। ১৯৭০ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী খাদ্য সংকট উত্তরণের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের সম্মেলনের ৩ বছর পর ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠিত হয়।[৩]

আরোও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Member States"। ifad.org। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৩ 
  2. "President of IFAD"। ifad.org। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৩ 
  3. "History of IFAD"www.ifad.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২০ 

বহিঃসংযোগ সম্পাদনা