আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ

বাংলাদেশের যশোরে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ
(আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ থেকে পুনর্নির্দেশিত)

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ। ২০১২ সালে এটি যশোর জেলার পুলারহাটে প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।[১][২]

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ
আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের লোগো
আদ্-দ্বীন ফাউন্ডেশনের লোগো
অন্যান্য নাম
ASMC
ধরনবেসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০১২ (2012)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানব্যারিস্টার রফিকুল ইসলাম
অধ্যক্ষঅধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটad-din.org/ad-din-sakina-medical-college-jessore/about-asmc/

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত।[৩]

ইতিহাস সম্পাদনা

কলেজটি আদ্-দীন ফাউন্ডেশন কর্তৃক ২০১২ সালে যশোরের পুলারহাটে স্থাপিত হয়। কলেজটির নামকরণ করা হয়েছে আদ্-দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের সহধর্মিনী সকিনা খাতুনের নামে।

অবকাঠামো সম্পাদনা

কলেজটিতে ছাত্রীদের থাকার জন্য আবাসিক হলের ব্যবস্থা রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About ASMC – Ad-din Foundation" (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  2. "যশোরে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন"www.amarjessore.com। ২০২০-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬ 
  3. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা