আথাবাস্কা (জাহাজ)
আথাবাস্কা একটি বাষ্পচালিত পশ্চাৎ চাকা সংযুক্ত নদীর পরিবহন জাহাজ ছিল। আথাবাস্কা নদীর একাংশে মালামাল ও যাত্রী পরিবহনের জন্য হাডসন বে কোম্পানি জাহাজটি পরিচালনা করতো।[১][২] ১৮৮৮ সালে এডমন্টন থেকে দীর্ঘ পথ বয়ে আনা যন্ত্রাংশ দিয়ে আথাবাস্কা শহরে আথাবাস্কা নদীর তীরে জাহাজটি বানানো হয়েছিল।[১] কানাডার উডস ক্রি নৃগোষ্ঠীর 'আথাবাস্কা' (/ˌæθəˈbæskə/) শব্দ, যার নামে আথাবাস্কা নদী ও শহরের নাম রাখা হয়েছিল, জাহাজটিরও নামকরণে ব্যবহার করা হয়।[১]
সক্রীয়তা
সম্পাদনা১৮৮৮ হতে ১৮৯৭ পর্যন্তআথাবাস্কা জাহাজটি আথাবাস্কা ল্যান্ডিং হতে আথাবাস্কা নদীর মোহনার হতে ৪২৭.৪ কিলোমিটার ভিতরে অবস্থিত নদী প্রপাত গ্র্যান্ড র্যাপিডস[৩] পর্যন্ত কার্গো পরিবহন করতো।[১] ১৮৯৭ সালে গ্র্যান্ড র্যাপিডস হতে ছোট ছোট যান্ত্রিক শক্তিবিহীন নৌকা দিয়ে আথাবাস্কা নদীর নিম্নপ্রবাহে মালামাল পরিবহনের সিদ্ধান্ত হলে, জাহাজটিকে ভাসামান গুদাম হিসেবে ব্যহার করা হতো।[১]
চিত্রশালা
সম্পাদনা-
আথাবাস্কা জাহাজ নির্মাণের শ্রমিকরা, ১৮৮৭
-
আথাবাস্কা জাহাজের নাবিকেরা, ১৮৯৪
-
টার দ্বীপে, ১৯২৮
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "Athabasca" (পিডিএফ)। Manitoba Archives। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।
- ↑ "Riverboats"। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।
- ↑ "Ice Jam Formation and Release Events on the Athabasca River, 2007" (পিডিএফ)। CGU HS Committee on River Ice Processes and the Environment। ২০০৭-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]