বাষ্পীয় ইঞ্জিন
বাষ্পচালিত ইঞ্জিনকে বাষ্পীয় ইঞ্জিন বলা হয়। সুদৃঢ় আবদ্ধ স্থানে জলীয় বাষ্প তৈরি করে তার চাপ ব্যবহারের সাহায্যে বাষ্পীয় ইঞ্জিন চালানো হয়। যে স্থান বা আধারে বাষ্পীভবন করা হয় তাকে বয়লার বলে। জলীয় বাষ্প তৈরি করার জন্য জ্বালানি হিসেবে সাধারণত কয়লা, কাঠ, তেল ব্যবহৃত হয়। বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবক ছিলেন একজন স্কটিশ। নাম জেমস ওয়াট। বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের কারণে তিনি অমর হয়ে আছেন।
একটি বাষ্প চালিত সাইকেল, জন ভ্যান ডি রিয়েট, ডর্টমুন্ড
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে বাষ্পীয় ইঞ্জিন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
উইকিঅভিধানে বাষ্পীয় ইঞ্জিন শব্দটি খুঁজুন।