আড়িফাইল মাজার
বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
আড়িফাইল মাজার বা আরিফিল মাজার (জোড়াকবর নামেও পরিচিত) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি ঐতিহাসিক স্থাপনা যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১] সমাধিটি সরাইল উপজেলা সদরের আরিফাইল গ্রামে সাগর দিঘীর পাশে অবস্থিত। সদর হতে দূরত্ব প্রায় আধা কিলোমিটার।
আড়িফাইল মাজার জোড়াকবর | |
---|---|
![]() | |
ধর্ম | |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | সাগর দিঘী, আরিফাইল গ্রাম, সরাইল উপজেলা |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°০৪′১২″ উত্তর ৯১°০৬′২৭″ পূর্ব / ২৪.০৬৯৯৭৫৯° উত্তর ৯১.১০৭৫৫৪২° পূর্ব |
উপাদানসমূহ | ইট |
ইতিহাসসম্পাদনা
স্থানীয় জনশ্রুতি অনুসারে শাহ আরিফ সাধকের নামানুসারে সমাধির নামকরণ করা হয়।[২] সমাধির দক্ষিণ পাশে রয়েছে আড়িফাইল মসজিদ।[৩]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "প্রত্নস্হলের তালিকা"। archaeology.gov.bd। প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "আরিফাইল মসজিদ"। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ এম.এ বারি (২০১২)। "আরিফিল মসজিদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
উইকিমিডিয়া কমন্সে আড়িফাইল মাজার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |