আঁচালিক গণ মোর্চা হল একটি আঞ্চলিক ভারতীয় রাজনৈতিক দল, যা আসামে ২০২০ সালের জুন মাসে চালু হয়। এর নেতৃত্বে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ অজিত কুমার ভূঁইয়া।[][] এটি মহাজোটের (আসাম) অংশ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) নেতৃত্বে মহাজোটের (মহাজোট) অংশ হিসাবে ২০২১ সালের আসাম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আসাম থেকে রাজ্যসভায় আসন পেতে বিরোধীদের মধ্যে এটিই একমাত্র দল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Regional forces team up to defeat BJP in Assam General Election, 2021 - Sentinelassam"। ১৫ জুন ২০২০। 
  2. "Regional People's Front formed in Assam with eye on next year's state polls"। United News India। ১৯ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  3. List of Rajya Sabha members from Assam