আজিজ কোর্ট ইম্পেরিয়াল

আজিজ কোর্ট ইম্পেরিয়াল হল চট্টগ্রামের একটি গগনচুম্বী অট্টালিকা যেটি শহরের আগ্রাবাদে অবস্থিত। ভবনটির উচ্চতা ১১২ মিটার ও এটি বত্রিশতলা বিশিষ্ট। ভবনটির নির্মাণকাজ ২০১৪ সালে শুরু হয় এবং ২০১৭ সালে ইমারতটির নির্মাণকাজ সম্পন্ন হয়। ভবনটি চট্টগ্রামের সবচেয়ে উচ্চতম ভবন এবং বাংলাদেশের পঞ্চম উচ্চতম ভবন।[১]

আজিজ কোর্ট ইম্পেরিয়াল
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাসম্পন্ন
ধরনঅফিস
অবস্থান১৪১৩/১৪১৪ কমার্স কলেজ রোড, চট্টগ্রাম-৪১০০, বাংলাদেশ
ঠিকানাআগ্রাবাদ
শহরচট্টগ্রাম
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২২°১৯′৪২″ উত্তর ৯১°৪৮′৫৪″ পূর্ব / ২২.৩২৮৩৯৮৯° উত্তর ৯১.৮১৪৯৩৮২° পূর্ব / 22.3283989; 91.8149382
স্বত্বাধিকারীআজিজ গ্রুপ
উচ্চতা
স্থাপত্যগত১১২ মিটার (৩৬৭ ফুট)
শীর্ষবিন্দু পর্যন্ত১১২ মিটার (৩৬৭ ফুট)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা৩২
নকশা এবং নির্মাণ
নির্মাতাআজিজ গ্রুপ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aziz Court Imperial"। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯