আজরা শেরওয়ানি

অভিনেত্রী

আজরা শেরওয়ানি [১][২] (১৯৪০-২০০৫) ছিলেন একজন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী যিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে চিত্রজগতে বিভিন্ন ভূমিকায় কাজ করেছিলেন।[৩] তাঁর সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলোর মধ্যে রয়েছে আঙ্কেল উরফি-তে গাজি আপা, তনহাইয়াঁতে আপা বেগম এবং ধুপ কিনারে-তে ফজিলত।

আজরা শেরওয়ানি
অঙ্গন তেরহা চলচ্চিত্রে আজরা শেরওয়ানি
জন্ম১৯৪০
মৃত্যু১৯ ডিসেম্বর ২০০৫(2005-12-19) (বয়স ৬৪–৬৫)
জাতীয়তাপাকিস্তানি
অন্যান্য নামআপা বেগম
পেশাটেলিভিশন অভিনেত্রী
পরিচিতির কারণআঙ্কেল উরফি (১৯৭২)
অঙ্গন তেরহা (১৯৮৪)
তানহাইয়ান (১৯৮৬)
ধুপ কিনারে (১৯৮৭)
দাম্পত্য সঙ্গীনাফিস শেরওয়ানি

টেলিভিশন কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৬০ এর দশকের শেষের দিকে পিটিভির রাওয়ালপিন্ডি স্টুডিওতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন।[৩]

তিনি শেরওয়ানি মহসিন আলি, শেরিন খান, শাহজাদ খলিল, সুলতানা সিদ্দিকি, জহির খান এবং সাহিরা কাজমি সহ দেশের সেরা কয়েকজন প্রযোজকের সাথে কাজ করেছিলেন।[৩] তিনি ফাতিমা সুরাইয়া বাজিয়া, হাসিনা মইন এবং আনোয়ার মাকসুদ সহ তাঁর সময়ের সেরা কয়েকজন লেখকের সাথেও কাজ করেছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

পারিবারিক সূত্র অনুযায়ী শেরওয়ানি ভারতের মিরাটে জন্মগ্রহণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি পাকিস্তান বিমান বাহিনীর এয়ার কমোডর নাফিস শেরওয়ানিকে বিয়ে করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তিনি ২০০৫ সালের ১৯শে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ওকলাহোমা সিটিতে মৃত্যুবরন করেছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "15 Famous Pakistani Dramas of All Time To Watch"DESIblitz (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  2. "Old Pakistani TV drama 'Uncle Urfi' still rules over a million hearts"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪ 
  3. "Archived copy"। ২০১০-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা