আচার্য প্রফুল্লচন্দ্র রায় সরকারি মহাবিদ্যালয়

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সরকারি কলেজ[] রাজ্য-সরকারের একটি স্নাতক কলেজ, যা ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি হিমাচল বিহার, শিলিগুড়ি, দার্জিলিং জেলার দ্বিতীয় সরকারি ডিগ্রি কলেজ। আচার্য ব্রজেন্দ্র নাথ সিল কলেজের পরে এপিসি রায় কলেজ দ্বিতীয় সরকারি অর্থায়নে তৈরি স্নাতক কলেজ। এখানে বিজ্ঞান এবং কলা বেশ কয়েকটি বিষয়ে স্নাতক ডিগ্রির পড়াশোনা করা যায়। প্রথমে এটি মূলত বিজ্ঞানের বিষয়গুলিই ছিল পরবর্তীতে মোট পাঁচটি কলা বিভাগের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এই কলেজে তিনতলা একটি কেন্দ্রীয় ডিজিটাল লাইব্রেরি রয়েছে, বাস্কেট বল খেলার জায়গা রয়েছে, অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসায় একটি ছাত্রাবাসের প্রয়োজন রয়েছে। এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। []

আচার্য প্রফুল্লচন্দ্র রায় সরকারি মহাবিদ্যালয়
APCR Govt College
প্রাক্তন নাম
আচার্য প্রফুল্লচন্দ্র রায় সরকারি বিজ্ঞান কলেজ
নীতিবাক্য“Be happy and managed the society through education”
বাংলায় নীতিবাক্য
“সুখী হও ও সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করো
ধরনরাজ্য সরকারের স্নাতক কলেজ
স্থাপিত২০১০; ১৫ বছর আগে (2010)
মূল প্রতিষ্ঠান
রাজ্য শিক্ষা মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার
অধিভুক্তিউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
ভারপ্রাপ্ত আধিকারিক
ডা. ময়ূক সরকার
উপ-সভাপতিডা. ময়ূক সরকার
অবস্থান
হিমাচল বিহার, মাটিগাড়া, শিলিগুড়ি
, ,
৭৩৪০১০
,
২৬°৪৩′৪৯.৩৭″ উত্তর ৮৮°২৩′০৯.৪৮″ পূর্ব / ২৬.৭৩০৩৮০৬° উত্তর ৮৮.৩৮৫৯৬৬৭° পূর্ব / 26.7303806; 88.3859667
শিক্ষাঙ্গননগরকেন্দ্রিক
ওয়েবসাইটapcrgc.org
মানচিত্র

বিভাগসমূহ

সম্পাদনা

এটি মূলত বিজ্ঞান কলেজ হিসেবেনপরিচিত তবে এখানে বেশ কিছু কলা বিভাগও রয়েছে।[]

বিজ্ঞান

সম্পাদনা
  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • গণিত
  • কম্পিউটার বিজ্ঞান
  • উদ্ভিদবিদ্যা
  • প্রাণিবিদ্যা
  • বাংলা
  • ইংরেজি
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "West Bengal::Govt Colleges" 
  2. "Colleges under University of North Bengal"। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৭ 
  3. "Our Departments"www.apcrgc.org। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা