আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ
আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ (পূর্বনাম বঙ্গবাসী কলেজ অফ কমার্স) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার একটি স্নাতক কলেজ। এই কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত[১] এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত।[২] এই কলেজের দু’টি বিভাগ—কলা (বাংলা, ইংরেজি ও সংস্কৃত) ও বাণিজ্য (অ্যাকাউন্টিং ও ফাইনান্স)। কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[১] ন্যাশানাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ন্যাক) ২০১১ সালে এই কলেজটিকে ‘খ’ গ্রেড প্রদান করে।
ধরন | স্নাতক কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৪ |
অধ্যক্ষ | ড. অসিতকুমার সরকার |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয় |
অধিভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭।
- ↑ "Affiliated College of University of Calcutta"। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা