আগিয়া কলেজ

ভারতের কলেজ
(আগিয়াকলেজ থেকে পুনর্নির্দেশিত)

আগিয়া কলেজ (ইংরেজি: Agia College) দক্ষিণ আসামের গোয়ালপাড়া জেলার আগিয়া এবং সোলমারির মধ্যে অবস্থিত কলা বিষয়ে উচ্চতর শিক্ষার একটি প্রতিষ্ঠান।[১] কলেজটি ২২ আগস্ট ১৯৯৬-এ প্রতিষ্ঠিত হয়[১] এবং ২০২১ সালে সরকারিকরণ করা হয়।[২] কলেজের মূলমন্ত্র হল “তমসো মা জ্যোতির্গময়”।

আগিয়া কলেজ
আগিয়া কলেজ লোগো
নীতিবাক্য
তমসো মা জ্যোতিৰ্গময়
ধরনমহাবিদ্যালয়
স্থাপিত২২ আগষ্ট ১৯৯৬
অধ্যক্ষডঃ উৎপল দাস
অবস্থান
অধিভুক্তিগুয়াহাটি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটagiacollege.co.in

ইতিহাস সম্পাদনা

তৎকালীন সাধারণ সম্পাদক শ্রী মহেশ চন্দ্র নাথ, সভাপতি শহীদ রায় এবং ডঃ মনোজ কুমার চক্রবর্তীর নেতৃত্বে বৃহত্তর আগিয়ার স্থানীয় জনগণের প্রচেষ্টায় ২২শে আগস্ট ১৯৯৬ সালে আগিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। শিল্পকলায় উচ্চ শিক্ষার ইনস্টিটিউটে প্রাথমিকভাবে পাঁচজন প্রভাষক এবং ২৯ জন ছাত্র ছিল।

কলেজটি ২০১৩-১৪ শিক্ষাবর্ষে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয়েছিল এবং এটি সরকারিকরণ করা হয়।[১]

বিভাগসমূহ সম্পাদনা

  • অৰ্থনীতি
  • অসমীয়া
  • ইতিহাস
  • ইংরেজী
  • রাজনীতি বিজ্ঞান
  • শিক্ষা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "INSTITUTION INFORMATION"। HIGHER EDUCATION INFORMATION SYSTEM। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Affiliated Colleges"। Gauhati.ac.in। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩