আককাছ আলী সরকার

বাংলাদেশী রাজনীতিবিদ
(আক্কাছ আলী থেকে পুনর্নির্দেশিত)

অধ্যাপক আলহাজ্ব ডা.মোহাম্মদ আক্কাছ আলী সরকার হলেন একজন বাংলাদেশী চিকিৎসক, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনের শুরুলগ্নে তিনি জাতীয় পার্টির (এরশাদ) রাজনীতির সাথে জড়িত। তিনি কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত ১০ম জাতীয় সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর অন্যতম কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে তার রাজনৈতিক সময় পার করছেন। তিনি রংপুরের প্রাইম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক।[১]

অধ্যাপক আলহাজ্ব ডা. মোহাম্মদ আক্কাছ আলী সরকার
কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ আগস্ট ২০১৮ – ৩০ ডিসেম্বর ২০১৮
পূর্বসূরীএ কে এম মাইদুল ইসলাম
উত্তরসূরীএম. এ. মতিন
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রাথমিক জীবন সম্পাদনা

আককাস আলী সরকার কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: আব্দুস সামাদ সরকার ও মাতার নাম আনোয়ারা বেগম। তিনি চিকিৎসা বিজ্ঞানে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন সম্পাদনা

তিনি চিকিৎসা পেশা ও ব্যবসায় পেশায় নিয়োজিত। তিনি ২০০৮ সালে সনিকপ্রাইম গ্রুপ প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি গ্রুপের পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি প্রাইম স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টার ও নুমা ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আককাছ আলী ২০১৮ সালের ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি লাঙ্গল প্রতীকে ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিনকে পরাজিত করেন।[৩] তিনি ৩ আগস্ট ২০১৮ সালে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন।[৪] তিনি সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৫] ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমে দলীয় প্রধান এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়ান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Executive Director – Prime Medical College, Rangpur, Bangladesh." (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ 
  2. "হলফনামা" (পিডিএফ)119.40.90.133। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ 
  4. "কুড়িগ্রাম-৩ আসন : শপথ নিলেন সাংসদ ডা. আককাছ আলী"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৫