আকিতা ফুটবল ক্লাব কাম্বিয়ারে

আকিতা ফুটবল ক্লাব কাম্বিয়ারে (ইংরেজি: Akita FC Cambiare, জাপানি: 秋田FCカンビアーレ; সাধারণত এএফসি কাম্বিয়ারে অথবা কাম্বিয়ারে নামে পরিচিত) হচ্ছে আকিতা ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব।[][] এই ক্লাবটি বর্তমানে জাপানের ষষ্ঠ স্তরের ফুটবল লীগ তোহোকু সকার লীগে প্রতিযোগিতা করে।[][] এই ক্লাবটি ১৯৭৩ সালে আশিকাগা কোমুতেন কাওয়াবে ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। কাম্বিয়ারে তাদের সকল হোম ম্যাচ আকিতার সোইয়ু স্টেডিয়ামে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,১২৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হিরোইয়ুকি কিকুচি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইকুও হোরি[]

কাম্বিয়ারে
পূর্ণ নামআকিতা ফুটবল ক্লাব কাম্বিয়ারে
প্রতিষ্ঠিত১৯৭৩; ৫১ বছর আগে (1973)
মাঠসোইয়ু স্টেডিয়াম[]
ধারণক্ষমতা২০,১২৫
সভাপতিজাপান ইকুও হোরি
ম্যানেজারজাপান হিরোইয়ুকি কিকুচি
লিগতোহোকু সকার লীগ (ডি২ উত্তর)
২০২০২য়
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, কাম্বিয়ারে এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তোহোকু সকার লীগ এবং ৪টি তোহোকু সকার লীগ (ডি২ উত্তর) শিরোপা রয়েছে। কাজুনারি সুগাওয়ারা, হিরোইয়ুকি কিকুচি, গো তোগাশি, জুম্পেই কুদো এবং তাকুইয়া ওনুমার মতো খেলোয়াড়গণ কাম্বিয়ারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "東北社会人サッカーリーグ開幕へ-Jリーグチーム誕生懸け盛岡勢発進"盛岡経済新聞 
  2. "秋田2クラブ"合体"でJ参入へ - サッカーニュース"nikkansports.com 
  3. "猿田興業、ノースアジア大が決勝へ 県総合サッカー|秋田魁新報電子版"秋田魁新報電子版 
  4. "コバルトーレ女川 JFL再昇格の道険しく 折り返し過ぎて3位 可能性信じ上の順位へ - 石巻日日新聞"石巻日日新聞 Hibi-net 
  5. "いわきFC猛攻9発 秋田を突き放す、サッカー東北社会人1部"福島民友新聞社। ৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  6. "কাম্বিয়ারে"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা