আকাশ বাণী
হিন্দি ভাষার চলচ্চিত্র
আকাশ বাণী ২০১৩ সালে নির্মিত একটি হিন্দি ছবি যেটি পরিচালনা করেছেন লাভ রঞ্জন।এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আর্যন এবং নুসরত ভরুচা।এতে সানি সিং ছিলেন অন্যতম মুখ্য চরিত্র।তবে এই ছবিটি ব্যাবসায়িক ভাবে সফল হয়নি।ছবিটি কার্তিক ও নুসরাতের দ্বিতীয় ছবি ছিল।এটি বিশ্বব্যাপী ২০১৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায়।[২][৩]
আকাশ বাণী | |
---|---|
পরিচালক | লাভ রঞ্জন |
প্রযোজক | কুমার মঙ্গাত অভিশেক পাঠক |
রচয়িতা | লাভ রঞ্জন |
শ্রেষ্ঠাংশে | কার্তিক আর্যন নুসরত ভরুচা ফাতিমা সানা শেখ সানি সিং |
সুরকার | হিতেশ সোনিক |
চিত্রগ্রাহক | সুধীর কুমার চৌধুরী |
সম্পাদক | আকিব আলি ও অভিশেক সেথ |
প্রযোজনা কোম্পানি | ওয়াইড ফ্রেম পিকচারস্ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ১০ কোটি[১] |
আয় | ২.২৪ কোটি [১] |
কাহিনী
সম্পাদনাএই ছবি দুজন প্রেমিক-প্রেমিকার গল্প বলে যেখানে আকাশ আর বানী একই কলেজে পড়ে এবং একে অপরকে প্রচুর ভালোবাসে।কিন্তু কিছু জটিল পরিস্থিতিতে পড়ে দুজন আলাদা হয়ে যায়।কিন্তু সবশেষে আকাশ এবং বানীর সফল প্রেমের পরিনতি দেখিয়ে ছবির সমাপ্তি ঘটে।
অভিনয়ে
সম্পাদনা- আকাশ- এর চরিত্রে কার্তিক আর্যন
- বাণীর চরিত্রে নুসরত ভরুচা
- বানীর বাবার চরিত্রে কিরণ কুমার
- রবি সিনহার চরিত্রে সানি সিং
- সুম্বুল সিং আকাশ ও বাণীর বন্ধু ও সহপাঠী চরিত্রে ফাতিমা সানা শেখ
- মিসেস ডি'সুজা বাণীর মামি চরিত্রে প্রাচি শাহ
- শেখর রায় আকাশ ও বাণীর বন্ধু ও সহপাঠীর চরিত্রে গৌতম মেহরা
- বিশাল ডি সুজা বাণীর মামা চরিত্রে মহেশ ঠাকুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Akaash Vani - Movie - Box Office India"। boxofficeindia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ AkaashVani – Teaser | Watch the video – Movies India. In.movies.yahoo.com. Retrieved on 2013-02-21.
- ↑ AkaashVani – Teaser Video, Video clips, Featured videos: Rediff Videos. Ishare.rediff.com (2012-11-28). Retrieved on 2013-02-21.
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আকাশ বাণী (ইংরেজি)