ফাতিমা সানা শেখ
ফাতিমা সানা শেখ হলেন একজন ভারতীয় অভিনেত্রী[২] এবং আলোকচিত্ৰকর। তিনি প্রধানত বলিউডের চলচ্চিত্রে কাজ করে থাকেন এবং এর পাশাপাশি ভারতীয় বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে থাকেন। চাচী ৪২০ চলচ্চিত্রে শিশু চরিত্রে ভারতীতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি বেশ পরিচিত একটি মুখ। তার সাম্প্রতিকতম চলচ্চিত্র দঙ্গল-এ তিনি ভারতীয় কুস্তিগির গীতা ভোগাত এর ভূমিকায় অভিনয় করেন যেখানে মহাবীর সিং ভোগাত এর চরিত্রে আমির খান অভিনয় করেন।
ফাতিমা সানা শেখ | |
---|---|
फ़ातिमा सना शेख | |
জন্ম | [১] হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ (বর্তমানে তেলেঙ্গানা) | ১১ জানুয়ারি ১৯৯২
জাতীয়তা | ভারতীয় |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
পিতা-মাতা | বিপেন শর্মা (পিতা), রাজ তাবাসসুম (মাতা) |
কর্মজীবন
সম্পাদনাফাতিমা ১৯৯৭ এ নির্মিত কামাল হাসানের চলচ্চিত্র চাচী ৪২০ এ অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন।[৩] তিনি ভারতী জয়প্রকাশ এবং জেনকি পাশানের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি ২০০১ সালের, চলচ্চিত্র ওয়ান টু কা ফোর এ শাহরুখ খান এবং জুহি চাওলা জুটিদের সাথে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি ভারতীয় নাটকীয় চলচ্চিত্র তাহান-এ জয়া চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র বিট্টু বস (২০১২), রোমান্টিক চলচ্চিত্র আকাশ বাণী (২০১৩) এবং অনুপ্রেরণমূলক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) অভিনয় করেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
১৯৯৭ | চাচী ৪২০ | শিশু চরিত্রে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন | |
১৯৯৭ | ইশক | ||
১৯৯৮ | বাড়ে দিলওয়ালা | ||
২০০১ | ওয়ান টু কা ফোর | ||
২০০৮ | তাহান | জয়া | |
২০১২ | বিট্টু বস | ||
২০১৩ | আকাশ বাণী[৪] | সুম্বুল ইয়াকুব | |
২০১৬ | দঙ্গল | গীতা ভোগাত | |
২০১৮ | থাগস অব হিন্দুস্থান | জাফিরা | |
২০১৯ | ভূত পুলিশ |
- টেলিভিশন
সম্মাননা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | পু্রস্কার | বিভাগ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০১৭ | দঙ্গল | স্ক্রিন অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেত্রী – নারী (জনপ্রিয়) | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Dangal' girl Fatima Sana Shaikh brings in her birthday with a special cake!"। Zoom। ৫ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৭।
- ↑ "Meet Aamir Khan's Wrestler Daughters"।
- ↑ "Kamal Hasan daughter in Chachi 420"। The Indian Express। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৭।
- ↑ "Movie Review: Akaash Vani"। Mumbai: Mid Day। ২৬ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩।