আওস ইবন সাসায়া আল আনসারী (আরবি: أوس بن سسايا) মুহাম্মাদের একজন আনসার সাহাবা ছিলেন।[১][২] যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং লোহা সেতুর যুদ্ধে মৃত্যুবরণ করেছেন।[৩]

পরিচয় সম্পাদনা

আওস ইবনে সাসায়া মদিনার খাযরাজ বংশের শাখা নাজ্জার গোত্রে জন্মগ্রহণ করেছিলেনন। তার পিতার নাম সাসায়া[৪]

পরিবার সম্পাদনা

আওস ইবনে সাসায়ার স্ত্রীর নাম ছিল সাবিতা বিনতে সালিত ইবনে কায়স; তিনিও ইসলাম গ্রহণ করেছিলেনন এবং মুহাম্মাদের নিকট বায়'আত গ্রহণ করেছিলেন। এই দম্পতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন, তারা হলেন: আবদুর রহমান ইবনে আওস, সালিমা বিনতে আওস ও মায়মুনা বিনতে আওস।[৫]

যুদ্ধে অংশগ্রহণ সম্পাদনা

আওস ইবনে সাসায়া উহুদের যুদ্ধে ও তার পরবর্তী সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং লোহা সেতুর যুদ্ধ ( يومول جسار )-এ মৃত্যুবরণ করেছেন।[৬][৭]

লোহা সেতুর যুদ্ধ সম্পাদনা

খলিফা উমরের সময় ১৩ হিজরির শাবান মাসে (৬৩৪ খ্রিষ্টাব্দে) আবু উবায়দা ইবনে জাররাহের নেতৃত্বে ফুরাত নদীর সেতুর উপরে পারস্যদের বিরুদ্ধে এক যুদ্ধ সংঘটিত হয়। আরব ঐতিহাসিকদের নিকট এই যুদ্ধই ইয়াওমুল জাসর বা লোহা সেতুর যুদ্ধ নামে পরিচিত।[৮][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ১০৮ 
  2. ইবনুল আছির, উসুদুল গাবা, ৩খণ্ড- ৮৫ 
  3. ইবনে হাজার আল-আসকালানী, আল-ইসাবা, ২খণ্ড- ৩২৬ 
  4. ইবনে সা'দ, তাবাকাত, ৮খণ্ড- ৪২৩ 
  5. (তাবাকাত, ৮খণ্ড- ৪২৩) 
  6. হাফিজ ইব‌ন কাছির, আল-বিদায়া ওয়ান‌-নিহায়া, ৭খণ্ড- ২৭, ২৮ 
  7. হাফিজ ইব‌ন কাছির, আল-বিদায়া ওয়ান‌-নিহায়া, ৭খণ্ড- ২৯ 
  8. (দাইরা- মা'আরিফ-ই ইসলামিয়া, ৭খণ্ড- ২৪৯) 
  9. আয-যাহাবী, তাজুরীদু আসমাইস সাহাবা, ১খণ্ড- ৩১৮