আওকরা মসজিদ

বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি মসজিদ

আওকরা মসজিদ বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটি ১৭৬৬ সালে মীর জালাল বেগ প্রতিষ্ঠা করেন।[]

আওকরা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাদিনাজপুর জেলা
অঞ্চলরংপুর বিভাগ
অবস্থান
অবস্থানখানসামা উপজেলা
দেশবাংলাদেশ
আওকরা মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
আওকরা মসজিদ
বাংলাদেশের মানচিত্রের মধ্যে আওকরা মসজিদের অবস্থান
স্থানাঙ্ক২৫°৫০′৩৯″ উত্তর ৮৮°৪৭′০৬″ পূর্ব / ২৫.৮৪৪০৩° উত্তর ৮৮.৭৮৫১৩° পূর্ব / 25.84403; 88.78513
স্থাপত্য
ধরনমুঘল স্থাপত্য
প্রতিষ্ঠাতামীর জালাল বেগ
প্রতিষ্ঠার তারিখ১৭৬৬ সাল

অবস্থান

সম্পাদনা

দিনাজপুরে যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম খানসামা উপজেলার প্রায় ২৫৮ বছরের পুরনো আওকরা মসজিদ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের সীমান্তে হাসিমপুর এলাকার বুকচিরে বয়ে চলা বেলান নদীর তীরে মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত।[]

নামকরণ ও স্থপতির ইতিহাস

সম্পাদনা

এটির নামকরণের পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। প্রাচীন এ মসজিদকে ঘিরে প্রচলিত রয়েছে নানা কথা। ‘আওকরা’ শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে, এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো।[] তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন ‘আওকরা’ বা কথা বলার মসজিদ।[] তবে নির্মাণের সময় মসজিদটি কি নামে পরিচিত ছিল তা স্থানীয়দের কেউ বলতে পারেননি।

জনশ্রুতি আছে এক সময় মসজিদের আশপাশে ছিল মুসলিম জনবসতি। মির্জা লাল বেগ ধর্মপ্রাণ মুসলমানদের কথা ভেবে ১৭৬৬ সালে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে এখানে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হতো। এর নির্মাণ শৈলী চমৎকার। অভ্যন্তরে তৎকালীন কারুকাজ করা।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. রানা, মাসুদ (৩০ মার্চ ২০২৪)। "২৫৮ বছরেও ঠাঁই দাঁড়িয়ে দিনাজপুরের আওকরা মসজিদ"দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৩ 
  2. "মোঘল আমলে নির্মিত গোয়ালডিহি ইউনিয়নের আওকরা মসজিদ"খানসামা উপজেলা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  3. শাহী, শাহ আলম (২০২২-০৯-১৬)। "ধ্বংসের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী আওকরা মসজিদ"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৩ 
  4. দিনাজপুর, জেলা প্রতিনিধি (২০২২-০৮-২২)। "সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ২৫৪ বছরের পুরোনো মসজিদ"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৩