আউলচাঁদ

কর্তাভজা মতবাদের প্রতিষ্ঠাতা

আউলচাঁদ (আনু. ১৬৯৪ - আনু. ১৭৭০) হলেন একজন বাঙালি ধর্ম প্রচারক ও কর্তাভজা সম্প্রদায়ের আদিগুরু। কর্তাভজা সম্প্রদায়ের বিশ্বাস মতানুসারে, গোরাচাঁদ-ই আউলচাঁদ রূপে পুনরায় আবির্ভূত হয়েছেন তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে।

আউলচাঁদ
জন্মআনু. ১৬৯৪
মৃত্যুআনু. ১৭৭০
পেশাধর্মীয় সাধক
পরিচিতির কারণকর্তাভজা সম্প্রদায়ের আদিগুরু

জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা

আউলচাঁদ আনু. ১৬৯৪ সালে (মতান্ত্বরে, আনু. ১৭৫৪-৫৫ সালে) জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পরিচয় অজ্ঞাত।[১] তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উলা বীরনগরে মহাদেব বারুই নামে এক বৈষ্ণব পানচাষির নিকট প্রতিপালিত হন এবং সেখানে তার নাম রাখা হয় পূর্ণচন্দ্র।

শিক্ষাজীবন সম্পাদনা

তিনি পালক পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর হরিহর ঠাকুরের নিকট সংস্কৃত ভাষা ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

এক মতে আউলচাঁদ এক মুসলমান ফকিরের শিষ্য ছিলেন; অপর মতে, তিনি ফুলিয়ার বলরাম দাসের নিকট বৈষ্ণবধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং তখন তার নাম হয় আউলচাঁদ।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ওয়াকিল আহমদ (জানুয়ারি ২০০৩)। "আউলচাঁদ"। সিরাজুল ইসলামবাংলাপিডিয়াঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা