আউট অব আফ্রিকা (চলচ্চিত্র)
আউট অব আফ্রিকা সিডনি পোলাক পরিচালিত ও প্রযোজিত ১৯৮৫ সালের মার্কিন মহাকাব্যিক প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি আইজাক দিনেসনের ১৯৩৭ সালের আত্মজীবনীমূলক বই আউট অব আফ্রিকা এবং তার ১৯৬০ সালের বই শ্যাডো অন দ্য গ্রাস ও অন্যান্য উৎস অবলম্বনে নির্মিত। লেখক কার্ট লুটকে বইটিকে চিত্রনাট্যের উপযোগী করেন এবং ১৯৮৪ সালে চিত্রগ্রহণ করা হয়। এতে মেরিল স্ট্রিপ কারেন ব্লিক্সেন চরিত্রে ও রবার্ট রেডফোর্ড ডেনিস ফিঞ্চ হ্যাটনের চরিত্রে এবং ক্লাউস মারিয়া ব্রানডাউয়া ব্যারন ব্রর ব্লিক্সেন চরিত্রে অভিনয় করেন।
আউট অব আফ্রিকা | |
---|---|
ইংরেজি: Out of Africa | |
পরিচালক | সিডনি পোলাক |
প্রযোজক | সিডনি পোলাক কিম ইয়োর্গেনসন |
চিত্রনাট্যকার | কুর্ট লুটকে |
উৎস | আইজাক দিনেসন কর্তৃক আউট অব আফ্রিকা জুডিথ থারম্যান কর্তৃক আইজাক দিনেসন: দ্য লাইফ অব আ স্টোরি টেলার এরল ত্রজেবিন্স্কি কর্তৃক সাইলেন্স উইল স্পিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জন ব্যারি |
চিত্রগ্রাহক | ডেভিড ওয়াটকিন |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | মিরেজ এন্টারপ্রাইজেস |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬১ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি সোয়াহিলি |
নির্মাণব্যয় | $৩১ মিলিয়ন[১] |
আয় | $২২৭.৫ মিলিয়ন[২] |
চলচ্চিত্রটি ১৯৮৫ সালের ১৮ই ডিসেম্বর মুক্তি পায় এবং সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে। এটি ব্যবসায়িকভাবেও সফল হয়। ৫৮তম একাডেমি পুরস্কারে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনা (পোলাক)-সহ সাতটি বিভাগে পুরস্কার লাভ করে। এটি ৪৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছয়টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র-সহ তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- রবার্ট রেডফোর্ড - ডেনিস ফিঞ্চ হ্যাটন
- মেরিল স্ট্রিপ - ব্যারোনেস কারেন ভন ব্লিক্সেন (দিনেসন)
- ক্লাউস মারিয়া ব্রানডাউয়া - ব্যারন ব্রর ভন ব্লিক্সেস ও ব্যারন হান্স ভন ব্লিক্সেন
- মাইকেল কিচেন - বার্কলি কোল
- শেন রিমার - বেকনাপ
- ম্যালিক বাউয়েন্স - ফারাহ অ্যাডেন
- জোসেফ থিয়াকা - কামান্তে
- স্টিফেন কিনিয়ানিউই - চিফ কিনানিউই
- মাইকেল গফ - হিউ চলমন্ডেলি, লর্ড দেলামেয়ার
- সুজানা হ্যামিল্টন - ফেলিসিটি স্পারওয়ে
- রেচেল কেমসন - সারা, লেডি বেলফিল্ড
- গ্রাহাম ক্রোডেন - হেনরি, লর্ড বেলফিল্ড
- লেসলি ফিলিপস - স্যার জোসেফ আলয়সিয়াস বায়ার্ন
- অ্যানাবেল মল - লেডি বায়ার্ন
- ডোনাল ম্যাক্যান - নাইরোবির ডাক্তার
- বেনি ইয়াং - মন্ত্রী
- ইমান - মাইয়াম্মো
- জব সেডা - কানুথিয়া
নির্মাণ
সম্পাদনাক্লাউস মারিয়া ব্রানডাউয়া ব্রর ব্লিক্সেন চরিত্রের জন্য পরিচালক সিডনি পোলাকের একমাত্র পছন্দ ছিলেন। তার সূচি ফাঁকা না থাকার ফলে তিনি এই চলচ্চিত্রে যদি অভিনয় করতে না পারেন তার স্থলাভিষিক্ত করে কাউকে নিতে সমস্যা হতে পারে জেনেও তাকেই তিনি বাছাই করেন। রবার্ট রেডফোর্ড ফিঞ্চ হ্যাটন চরিত্রে অভিনয় করেন, পোলাক মনে করেন রেডফোর্ডের মধ্যে চিত্তাকর্ষণের গুণ আছে তার কোন ব্রিটিশ অভিনেতার মধ্যে নেই। মেরিল স্ট্রিপ পরিচালকের সামনে লো-কাট ব্লাউজ ও পুশ-আপ ব্রা পড়ে অডিশন দিয়ে এই চরিত্রের জন্য নির্বাচিত হন। পোলাক শুরুতে মনে করেছিলেন তার মধ্যে এই চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট যৌন আবেদন নেই।[৩] মেরিল স্ট্রিপ নির্বাচিত হওয়ার পূর্বে অড্রি হেপবার্নকে কারেন ব্লিক্সেন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।[৪]
বক্স অফিস
সম্পাদনামার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার আয়কারী আউট অব আফ্রিকা চলচ্চিত্রটি ১৯৮৫ সালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[২] এছাড়া এটি জার্মানিতে ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে সে বছরে জার্মানির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[৫] এটি বিশ্বব্যাপী ২২৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হার্মেটজ, অলজিন (নভেম্বর ২৯, ১৯৮৫)। "At the Movies"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৩।
- ↑ ক খ গ বক্স অফিস মোজোতে Out of Africa (ইংরেজি)
- ↑ "Song of Africa", Out of Africa ডিভিডি।
- ↑ "Anna Cataldi | Out of Africa"। বিউটিফুল হিউম্যানস (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৩।
- ↑ "Pollack: From 'Eyes' To 'Hearts'"। ভ্যারাইটি। ১১ অক্টোবর ২০১৯। পৃষ্ঠা ২৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে আউট অব আফ্রিকা (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আউট অব আফ্রিকা (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে আউট অব আফ্রিকা
- বক্স অফিস মোজোতে আউট অব আফ্রিকা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে আউট অব আফ্রিকা (ইংরেজি)