আইরিন ডুমোহ (জন্ম ১৯৮৬) একজন ঘানায়ীয় মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোপাধারী, যিনি মিস ঘানা ২০০৬ জিতেন [১] এবং চীনে মিস ওয়ার্ল্ড ২০০৭ -এ ঘানার প্রতিনিধিত্ব করেছিলেন। যেখানে তিনি প্রতিভা প্রতিযোগিতা জিতেছিলেন [২] এবং সেমিফাইনালে দ্রুত পৌছেছিলেন। তিনি কেপ কোস্ট বিশ্ববিদ্যালয়ে গণিত এবং পরিসংখ্যান অধ্যয়ন করেন। [১]

আইরিন ডুমোহ
২০০৭ সালে
জন্ম১৯৮৬ (বয়স ৩৭–৩৮)
উপাধিমিস ঘানা ২০০৬
মিস ওয়ার্ল্ড ২০০৭ (শীর্ষ ১৬)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Irene Dwomoh is Miss Ghana 2006"। Ghana News। সংগ্রহের তারিখ জানুয়ারি ৫, ২০১১ 
  2. "Miss Ghana is Miss World Talent"। Ghana Web। সংগ্রহের তারিখ জানুয়ারি ৫, ২০১১