আইয়ুব আলী
আবুল খায়ের মুহম্মদ আইয়ুব আলী (১৮৮৭ - ১৯৯৫) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ।[১] ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন।
আইয়ুব আলী | |
---|---|
জন্ম | আইয়ুব আলী ১৮৮৭ |
মৃত্যু | ১৯৯৫ (বয়স ১০৭–১০৮) |
শিক্ষা | পিএইচডি |
মাতৃশিক্ষায়তন | আল-আজাহার বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | একুশে পদক |
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
সম্পাদনাআইয়ুব আলী পিরোজপুর জেলায় তেলিখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভি আবদুল ওয়াহেদ ও মাতার নাম আবিদা খাতুন। ১৯৪৩ ও ১৯৪৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে যথাক্রমে বিএ অনার্স ও এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৫০ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষায় এমএ ডিগ্রীও লাভ করেন। তিনি কায়রোর আল-আজাহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে আলামিয়া ডিপ্লোমা ও ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
সম্পাদনা১৯৪৪ সালে আইয়ুব আলী ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি রাজশাহী মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৪ সালে সরকারি শিক্ষা অধিদপ্তরের অধীনে লেকচারার হিসেবে ঢাকা কলেজে যোগ দেন। তিনি রাজশাহী মাদ্রাসা (১৯৫৮-১৯৬৯), সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা (১৯৭০-১৯৭৩) ও ঢাকা আলিয়া মাদ্রাসার (১৯৭৩-১৯৭৯) অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
গ্রন্থ
সম্পাদনা- হিস্ট্রি অব ট্র্যাডিশনাল ইসলামিক এডুকেশন ইন বাংলাদেশ (বাংলাদেশে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার ইতিহাস)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এ.বি.এম সাইফুল ইসলাম সিদ্দিকি (২০১২)। "আলী, আইয়ু্ব"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।