আইফোন ৫ একটি স্মার্টফোন যা বাজারে এনেছে অ্যাপল ইনকর্পোরেটেড। এটা ষষ্ঠ জেনারেশনের আইফোন যা ১২ সেপ্টেম্বর, ২০১২ তে প্রথম বাজারে অবমুক্ত করা হয় এবং ২১ সেপ্টেম্বর, ২০১২ তা বাজারে আসে। আইফোন ৫ ই প্রথম আইফোন যা টিম কুকের নির্দেশনায় তৈরি হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল অ্যালুমিলিয়াম বেইজড চিকন ও হালকা বডি, ১৬ঃ৯ অ্যাস্পেক্ট রেশিও, এল.টি.ই. সাপোর্ট, ৩০ পিন কানেক্টরের পরিবর্তে ডক কানেক্টর। ক্যামেরা হিসাবে এতে সংযুক্ত করা হয় সনির তৈরি আট মেগাপিক্সেল ক্যামেরা।

আইফোন ৫
আইফোন ৫
ব্র্যান্ডঅ্যাপল
স্লোগানSince March 2013: "Loving it is easy. That's why so many people do."[১]
Until March 2013: "The biggest thing to happen to iPhone since iPhone"
সর্বপ্রথম মুক্তি১২ সেপ্টেম্বর ২০১২; ১১ বছর আগে (2012-09-12)
পূর্বসূরীআইফোন ৫
ধরন
সংরক্ষণাগার16, 32 or 64 GB
ব্যাটারি3.8 V, 5.45 Wh (1,440 mAh) Lithium-ion battery
ওয়েবসাইটwww.apple.com/asia/iphone-5

ইতিহাস সম্পাদনা

আইফোন ৪এস বাজারে আসার কিছুদিনের মধ্যেই আইফোন ৫ সম্পর্কিত গুজব বিভিন্ন সূত্রে আসতে থাকে যদিও বিস্তারিত তথ্য আসে জুন ২০১২ তে। ৪ সেপ্টেম্বর ২০১২ অ্যাপল একটি ইভেন্ট ঘোষণা করে। ১২ সেপ্টেম্বর, ২০১২ সান ফ্রান্সিস্কোতে এর বৈশিষ্ট্যগুলো অবমুক্ত করা হয়। ৩০ নভেম্বর ২০১২ সারাবিশ্বের বাজারে ছাড়া হয়।
অ্যাপল ১০ সেপ্টেম্বর ২০১৩ তে আইফোন ৫ বাজারে সরবরাহ বন্ধ করে এবং পরবর্তিতে আইফোন ৫এস ও আইফোন ৫সি ঘোষণা করা হয়।

বৈশিষ্ট্যগুলো সম্পাদনা

  • ২জি ও ৩জি এর পাশাপাশি ৪জি এর সংযোজন।
  • ফোনের বডির মাত্রা ১২৩.৮ x৫৮.৫ x৭.6 মিলিমিটার। ডিসপ্লের ঘনত্ব ৩২৬ পিপিআই পিক্সেল। সম্পূর্ণ বডি হল ৭.৬ সরু।
  • ১৬ মিলিয়ন কালার টাচস্ক্রীন ডিসপ্লে এতে মাল্টিটাচ বিদ্যমান। ডিসপ্লেতে কারনিং গরিলা গ্লাস সংযুক্ত আছে।
  • ডিসপ্লের রেজুলেশন ৬৪০x১১৩৬ পিক্সেলের, ডিসপ্লে টি ৪.০৮ ইঞ্চি বড়।
  • আইফোন ৫ এর পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেলের যাতে অটোফোকাস রয়েছে সঙ্গে ফ্ল্যাশলাইট তো আছেই। সামনের ক্যামেরা ১.২ মেগাপিক্সেলের।
  • আইফোন ৪এসের মত আইফোন ৫ এও ১৬,৩২ ও ৬৩ গিগাবাইট সঞ্চয়ের ব্যবস্থা আছে। আতে আরো সংযুক্ত আছে ১ গিগাবাইট র‍্যাম। তবে কোন আলাদা মেমরি কার্ড স্লট নেই।
  • আইফোন ৫ এর সিপিইউ কোয়াড-কোর ১.২ গিগাহার্জ। আইফোন 4s এ A5 Chipest ব্যবহার করা হয়েছিল। আইফোন ৫ এ Apple A6 Chipest ব্যবহার করা হয়েছে।
  • আইফোন ৫ এ ব্যবহার করা হয়েছে ন্যানোসিম কার্ড প্রযুক্তি।
  • সিরি এখানে আরো উন্নত।
  • গুগলের ম্যাপ বাদ দিয়ে যুক্ত করা হয়েছে অ্যাপলের নিজস্ব ম্যাপ

তথ্যসূত্র সম্পাদনা