আইফিল্ম (টিভি চ্যানেল)

আইফিল্ম (ফার্সি: آی فیلم, আরবি: [ˈaifilm, ˈaifiːlm]), অথবা আইফিল্ম, ফার্সি, ইংরেজি, এবং আরবি ভাষায় তিনটি চ্যানেলের একটি ইরানি বিনোদনমূলক টেলিভিশন নেটওয়ার্ক। নেটওয়ার্কটি সম্প্রচার শুরু করে ২০১০ সালের ৯ সেপ্টেম্বরে। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী দর্শকদের কাছে ইরানি চলচ্চিত্র এবং ধারাবাহিক প্রচার করানো। উদ্বোধন থেকে নেটওয়ার্কটি পরিচালনা করতো মোহাম্মদ-রেজা খাতামি, তারপর ২০১৬ সালের জুন মাসে একে প্রতিস্থাপন করে আয়াতুল্লাহ মোজতাহেদ শাবেস্তারির পুত্র মেহদি মোজতাহেদ।[১]

আইফিল্ম
উদ্বোধন৯ সেপ্টেম্বর ২০১০; ১৩ বছর আগে (2010-09-09)
মালিকানাইসলামি প্রজাতন্ত্রী ইরান সম্প্রচার
চিত্রের বিন্যাস১৬:৯ (১০৮০পি, এইচডিটিভি, ৫৭৬আই, এসডিটিভি)
দেশইরান
ভাষাফার্সি
ইংরেজি
আরবি
প্রচারের স্থানএশিয়া
যুক্তরাষ্ট্র
প্রধান কার্যালয়তেহরান
ওয়েবসাইটwww.ifilmtv.com
জামারানইউএইচএফ ডিজিটাল চ্যানেল ৪৩
ওক্বাব
(আফগানিস্তান)
চ্যানেল ১৪
আইফিল্ম লাইভ স্ট্রিমিং

২০১৩ সালে আইফিল্ম সমস্ত বিষয়বস্তু ইংরেজিতে ডাব করা একটি নতুন চ্যানেল উদ্বোধন করে।[২]

অনুষ্ঠানসমূহ সম্পাদনা

আইফিল্ম নেটওয়ার্ক একটি ২৪-ঘণ্টায় সম্প্রচারিত নেটওয়ার্ক যা দিনে দুই বার একটি ৮-ঘণ্টার ব্লক সম্প্রচার করে, তেহরান সময় সন্ধ্যা ৬:৩০টায় শুরু করে। অনুষ্ঠানমালায় রয়েছে টেলিভিশন ধারাবাহিক, চলচ্চিত্র, শিল্প নিয়ে সরাসরি কুইজ, চলচ্চিত্র নিয়ে ব্যাকস্টেজ তথ্যচিত্র, এবং ইরানের ব্যাপারে চলিত প্রযোজনা, চলচ্চিত্র বিবেচনা, শর্ট ফিল্ম, এবং তথ্যচিত্র। এটি বেশিরভাগ বিভিন্ন আইআরআইবি চ্যানেল থেকে ধারাবাহিক সম্প্রচার করে, কিন্তু এটির কাছে একটি সাফল্য ধারাবাহিক আছে, ইয়াদাভারি (স্মরণ) (২০১৩)।

২০১৫ সালের একটি মর্যাদাপূর্ণ ইউটেলস্যাট টিভি অ্যাওয়ার্ডের জন্য আইফিল্মকে শর্টলিস্ট করে একটি আন্তর্জাতিক জুরি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "خبرگزاری فارس - "مهدی مجتهد" مدیر شبکه آی فیلم شد" (ফার্সি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 
  2. "Iran launches entertainment TV channel iFilm in English"। আইআরএনএ। ১৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 
  3. "Finalists announced for the Eutelsat TV Awards 2015!"ইউটেলস্যাট। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা