আইনথু আইনথু আইনথু
২০১৩ সালের তামিল চলচ্চিত্র
আইনথু আইনথু আইনথু (তামিল: ஐந்து ஐந்து ஐந்து; অর্থ "পাঁচ পাঁচ পাঁচ") ভারতীয় তামিল ভাষার চলচ্চিত্র যা ২০১৩ সালে মুক্তি পায়।
আইনথু আইনথু আইনথু | |
---|---|
![]() | |
পরিচালক | শশী |
প্রযোজক | সিথিরান শশী থেয়াগাসন |
রচয়িতা | শশী (কথা) |
চিত্রনাট্যকার | শশী |
কাহিনিকার | অরবিন্দ-সুরেশকুমার |
শ্রেষ্ঠাংশে | ভরত চন্দিনী শ্রীধরণ এরিকা ফার্নান্দেস |
সুরকার | সাইমন কে কিং |
চিত্রগ্রাহক | সারাবানান অবিমন্যু |
সম্পাদক | সুবরাক |
প্রযোজনা কোম্পানি | চেন্নাই সিনেমা (ভারত) প্রাইভেট লিমিটেড [১] |
পরিবেশক | চেন্নাই সিনেমা (ভারত) প্রাইভেট লিমিটেড |
মুক্তি | ১০ আগস্ট ২০১৩[২] |
দৈর্ঘ্য | ১৪৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
কাহিনীসম্পাদনা
অরবিন্দ (ভরত) একটি গাড়ী দুর্ঘটনায় তার গার্লফ্রেন্ড লিয়ানা (মৃত্তিকা) কে হারিয়েছে এবং সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে। তবে, তার চারপাশের লোকেরা তাকে বিশ্বাস করার চেষ্টা করেন যে তিনি কেবলমাত্র মাতাল হয়ে আছেন এবং এরকম কোনও ব্যক্তির অস্তিত্ব নেই। গল্পের বাকী অংশটি দেখায় যে তিনি কোনও অস্তিত্বহীন মেয়ে বন্ধু সম্পর্কে মায়াময় হয়ে আছেন বা সত্যই সেখানে ছিল।[৩]
অভিনয়েসম্পাদনা
- ভরত - অরবিন্দ
- চন্দিনী শ্রীধরণ - লিয়ানা ও পায়েল (মৃত্তিকা হিসেবে কৃতিত্ব দেয়া হয়)
- এরিকা ফার্নান্দেস - মঞ্জরী
- সানথানান - গোপাল
- সুদেশ বেরি - চিত্রাঞ্জম
- রাজ ভরত - নিখিল
- স্বামীনাথন -জি.আর
- লক্ষ্মী - লিয়ানার চাচী
- টি. ভি. রত্নভেলু - ডাক্তার
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "555 Tamil Movie Posters"। moviegalleri.net। ২০১৩-০১-১১। সংগ্রহের তারিখ ২০১৩-০১-১১।
- ↑ "Bharath's '555' to release on Aug 15"। The Times Of India। TNN। ২০১৩-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৮।
- ↑ "Ainthu Ainthu Ainthu (2013) - IMDb" (ইংরেজি ভাষায়)।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আইনথু আইনথু আইনথু (ইংরেজি)