ভারতীয় নৌসেনা বায় স্টেশন বাজ বা আই.এন.এস বাজ'[] হল ভারতীয় সেনাবাহীনির একটি এয়ার বেস।এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর গ্রেট নিকোবর দ্বীপ এ অবস্থিত।বায়ু স্টেশনটির রানওয়ে ১০০০ মিটার লম্বা।এটি ভারতীয় সেনা বাহীনির একটি গুরুত্ব পূর্ণ বায়ু স্টেশন।

আই.এন.এস বাজ
পাখির চোখে আই এন এস বাজ
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানক্যামপবেল বে, গ্রেট নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ইতিহাস

সম্পাদনা

এই নিকোবর দ্বীপপুঞ্জ এর প্রথম বায়ু স্টেশন।এটি ২০১২ সালের ৩১ জুলাই ঝ উদ্ভোদন করেন নৌ সেনার আডমিরাল নির্মল কুমার বর্মা।

গুরুত্ব

সম্পাদনা

এই বায়ু স্টেশন বা এয়ার বেসটি ৬ ডিগ্রি চ্যানেল কাছে অবস্থিত।ফলে টই স্টেশনটি থেকে সহজেই এই চ্যানেল বা সমুদ্র ভাগের উপড় নজর রাখা যায়। এই বায়ু স্টেশনটি এই এলাকায় ভারতীয় সেনা বাহীনির শক্তি বৃদ্ধি ঘটিয়েছে ।

গন্তব্য

সম্পাদনা
গন্তব্য
ভারতীয় বায়ু সেনা কার নিকোবর , পোর্ট ব্লেয়ার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Naval air station opened in Campbell Bay"The Hindu। সংগ্রহের তারিখ ১২-০১-২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহি:সংযোগ

সম্পাদনা