অ্যালেক্স অ্যামব্রোজ

ভারতীয় ফুটবলার

অ্যালেক্স অ্যামব্রোজ (জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৮২) হলেন একজন ভারতীয় ফুটবল খেলোয়াড়। তিনি ইন্ডিয়ান সুপার লীগের ফুটবল ক্লাব মুম্বই সিটির প্রধান কোচ আলেকজান্দ্রে গুইমারেসের সহকারী প্রশিক্ষক হয়ে কাজ করেছেন।

অ্যালেক্স অ্যামব্রোজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অ্যালেক্স অ্যামব্রোজ
জন্ম (1982-09-08) ৮ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪১)
জন্ম স্থান মুম্বই, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মুম্বই (সহকারী কোচ)
যুব পর্যায়
২০০০–২০০৩ সালগাওকার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৫ ডেম্পো
২০০৬ ভাস্কো
২০০৭–২০১১ মুম্বই ৪৫ (৮)
২০১১–২০১৩ এয়ার ইন্ডিয়া
পরিচালিত দল
২০১৩–২০১৪ মুম্বই (অনূর্ধ্ব-১৭)
২০১৫–২০১৮ মুম্বই (সহকারী)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

২০০২–০৩ সালে, জাতীয় লীগে ১১ ম্যাচে ৭টি গোল করে অ্যালেক্স সর্বোচ্চ ভারতীয় গোলদাতা ছিলেন। তিনিবর্তমানে কলকাতায় তাঁর এএফসি এ লাইসেন্স কোর্স করছেন।

বহিঃসংযোগ সম্পাদনা