অ্যালিস অ্যাডামস (উপন্যাস)

অ্যালিস অ্যাডামস হল বুথ টার্কিংটন রচিত ১৯২১ সালের মার্কিন উপন্যাস।[] প্রথম বিশ্বযুদ্ধের কিছু সময় পরে মিডওয়েস্টের একটি মফস্বল শহরে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির কোন পরিবারের পটভূমিতে এই গল্পটি রচিত। এতে নাম ভূমিকায় থাকা তরুণী সামাজিক স্তরে উপরে ওঠার আকাঙ্ক্ষা পোষণ করে এবং আর্থার রাসেল নামে একজন ধনী যুবকের প্রণয়ে আবদ্ধ হয়।

প্রথম সংস্করণ ১৯২১-এর প্রচ্ছদ
লেখকবুথ টার্কিংটন
মূল শিরোনামAlice Adams
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রকাশকডাবলডে পেজ অ্যান্ড কোং
প্রকাশনার তারিখ
জুন ১৯২১
মিডিয়া ধরনমুদ্রিত
পৃষ্ঠাসংখ্যা২৬৮
আইএসবিএন ৯৭৮১৪৩৪১০০২৪৫

এটি ১৯২২ সালে উপন্যাসে পুলিৎজার পুরস্কার অর্জন করে।[] এই উপন্যাসটিকে দুবার চলচ্চিত্রে উপযোগ করা হয় - ১৯২৩ সালে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেন রোল্যান্ড ভি. লি এবং সবচেয়ে বিখ্যাত হল ১৯৩৫ সালে জর্জ স্টিভেন্সের চলচ্চিত্রায়ন

চরিত্রাবলি

সম্পাদনা
  • অ্যালিস অ্যাডামস - প্রধান চরিত্র। ২২ বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষী তরুণী যে তার সামাজিক স্তরের তথ্য গোপন রেখে ধনী যুবকের সাথে প্রণয়ে আবদ্ধ হয়।
  • আর্থার রাসেল - উচ্চবিত্ত শ্রেণির যুবক যে অ্যালিসের পারিবারিক অবস্থা সম্পর্কে না জেনে তার সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়।
  • ভার্জিল অ্যাডামস - অ্যালিসের পিতা, উচ্চাকাঙ্ক্ষা-বিহীন সৎ ব্যক্তি।
  • মিসেস অ্যাডামস - অ্যালিসের মাতা, যে তার স্বামীর আয়ের চেয়ে বেশি কিছু চায় এবং তার সন্তানদের দোষের ব্যাপারে উদাসীন।
  • ওয়াল্টার অ্যাডামস - অ্যালিসের ভাই, নিম্নবিত্ত শ্রেণির (বিশেষ করে আফ্রো-মার্কিন) লোকদের সাথে থাকতে পছন্দ করে।
  • জে. এ. ল্যাম্ব - ভার্জিলের ঊর্ধ্বস্তন কর্মকর্তা।

উপযোগকরণ

সম্পাদনা

১৯২৩ এই উপন্যাস অবলম্বনে একটি নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেন রোল্যান্ড ভি. লি । ১৯৩৫ সালে একই গল্প অবলম্বনে অপর একটি চলচ্চিত্র নির্মাণ করেন জর্জ স্টিভেন্স। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Alice Adams | novel by Tarkington"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯ 
  2. "Alice Adams, by Booth Tarkington (Doubleday)"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯ 
  3. "The 8th Academy Awards | 1936"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা