অ্যাবরদিন মসজিদ ও ইসলামি কেন্দ্র

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের অ্যাবারডিনের মসজিদ

অ্যাবরদিন মসজিদ ও ইসলামি কেন্দ্র (এএমআইসি) স্কটল্যান্ডের অ্যাবরদিনের প্রধান মসজিদ ও ইসলামি কেন্দ্র। এটি একটি দাতব্য, অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা। এর উদ্দেশ্য হলো মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় সেবার পাশাপাশি স্কটীয় আইন অনুসারে ইসলামি বিবাহ, জন্ম, মৃত্যু ও দাফন এবং জামাতে নামাজ ও ইসলামী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করা। মসজিদটি সামাজিক সমস্যা সংক্রান্ত প্রকল্পগুলো প্রচার ও অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ে অবদান রাখে।

অ্যাবরদিন মসজিদ ও ইসলামি কেন্দ্র
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানযুক্তরাজ্য অ্যাবরদিন, স্কটল্যান্ড, যুক্তরাজ্য
অ্যাবরদিন মসজিদ ও ইসলামি কেন্দ্র যুক্তরাজ্য-এ অবস্থিত
অ্যাবরদিন মসজিদ ও ইসলামি কেন্দ্র
যুক্তরাজ্যে অবস্থান
স্থানাঙ্ক৫৭°০৯′৩৯.২″ উত্তর ২°০৬′০২.৬″ পশ্চিম / ৫৭.১৬০৮৮৯° উত্তর ২.১০০৭২২° পশ্চিম / 57.160889; -2.100722
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়১৯৮০
ওয়েবসাইট
www.aberdeenmosque.org

মাঝেমাঝে, এএমআইসির পাশাপাশি অ্যাবরদিনের অন্যান্য মসজিদগুলো বিভিন্ন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখতে এবং অন্তর্দৃষ্টি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের উন্মুক্ত দিবস আয়োজন করে।[১]

ইতিহাস সম্পাদনা

মসজিদটি ১৯৮০ সালে অ্যাবরদিন বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ী কর্তৃক প্রতিষ্ঠিত হয়।[২] প্রাথমিকভাবে মসজিদটি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছোট বাড়িতে ছিল। মুসলিম সম্প্রদায় বড় হতে শুরু করায়, এই বর্ধমান মুসল্লিদের স্থান-সংকুলানের জন্য পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি কিনে নেওয়া হয়।[৩]

শিক্ষা সম্পাদনা

এএমআইসির বর্তমানে বেসরকারীভাবে পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি তাদের নিজস্ব মাদ্রাসা রয়েছে। এগুলোর মধ্যে এএমআইসি মাদ্রাসা, আল-নূর ইসলামিক স্কুল, আইজিসিএসই ইসলামিক স্টাডিজের বেসরকারিভাবে পরিচালিত ক্লাস রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Petrie, Calum। "Aberdeen mosques open their doors to celebrate Ramadan through food"Press and Journal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩ 
  2. "Aberdeen Muslims - Aberdeen Mosque and Islamic Centre in Aberdeen"www.aberdeenmuslims.org। ২০১৯-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-২২ 
  3. "Mosque | About | The University of Aberdeen"www.abdn.ac.uk। সংগ্রহের তারিখ ২০২১-০২-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা