অ্যান্থনি ভন লিউয়েনহুক
অ্যান্থনি ভন লিউয়েনহুক (ওলন্দাজ: Antonie van Leeuwenhoek) (অক্টোবর ২৪, ১৬৩২ - আগস্ট ৩০, ১৭২৩) একজন ওলন্দাজ বিজ্ঞানী। তিনি প্রথম অণুবীক্ষণযন্ত্র তৈরি করেন এবং ব্যাক্টেরিয়া[১], স্নায়ুকোষ, হাইড্রা, ভলভক্স ইত্যাদির অত্যন্ত সঠিক বর্ণনা দেন। লিউয়েনহুকের উল্লেখযোগ্য কিছু অবদান-
- তিনি ১৬৮০ সালে অণুজীবের অবাতবৃদ্ধি আবিষ্কার করেন।
- তিনি প্রমাণ করেন পতংগের চক্ষু সরল নয়-পুঞ্জাক্ষি অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র চক্ষুর মিলন।
- শিরা ও ধমনীর সংযোগস্থলে রক্তজালক বর্তমান।
- রক্তের মধ্যে রক্তরসসহ বিভিন্ন কণিকা বিদ্যমান।
- মাছ, উভচর প্রাণী এবং মানুষের লোহিত রক্ত কণিকার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বর্তমান রয়েছে।
- ঈস্ট, রটিফার, মাংসপেশি, স্নায়ুকোষ, প্রোটোজোয়া, শুক্রাণু প্রভৃতির বিশদ বিবরণ পেশ করেন।
বিজ্ঞানী অ্যান্থনি ফিলিপ ভন লিউয়েন হুককে গবেষণা কর্মে উৎসাহ প্রদান ও আবিষ্কারের সম্মান স্বরূপ রাশিয়ার সম্রাট পিটার দি গ্রেট ও ইংল্যান্ডের রাণী এলিজাবেথ তার গৃহে এসে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যাক্টেরিয়া প্রত্যক্ষ করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত (২০০-৪০০ গুণ) বিবর্ধন ক্ষমতা সম্পন্ন প্রায় ২৫০টি অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন। আতশ কাঁচে কাপড়ের সুতা পরীক্ষা করা ছিল তার অন্যতম পেশা।